সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, মেয়ের পক্ষ থেকে তালাক পাওয়ার খুশিতে ৩ মণ দুধ দিয়ে গোসল করলেন এক ব্যক্তি। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ৭ সেপ্টেম্বর 'চলতি সংবাদ 24' নামের ফেসবুক পেজ থেকে একটি খবর শেয়ার করে বলা হয়, 'তালাক পাওয়ার খুশিতে ৩ মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী'। খবরটিতে বলা হয়, সম্প্রতি নারায়ণঞ্জের মধুপুরের জাঙ্গালিয়া গ্রামে স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে খুশিতে দুধ দিয়ে গোসল করলেন স্বামী আলম (১৮)। এছাড়া আনন্দে দুই শতাধিক প্রতিবেশীকে দাওয়াত দিয়ে ভুরিভোজ করিয়েছেন মৃত নয়ন মিয়ার ছেলে আলম। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
খবরটির বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--
আর্কাইভ দেখুন এখানে।
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি পুরনো। এ সংক্রান্ত সার্চ করে দেখা গেছে, বাংলাদেশের একাধিক গণমাধ্যমে খবরটি ২০১৯ সালে প্রকাশিত হয়েছিল। ২০১৯ সালের ১৬ জুলাই যমুনা টিভির অনলাইনে এই খবরটি ছবিসহ প্রকাশিত হয়েছিল যার শিরোনাম ছিল, 'তালাক পেয়ে দুধ দিয়ে গোসল এবং ভূরিভোজ করালেন স্বামী'। খবরটি দেখুন--
খবরটিতে বলা হয়, উপজেলার জাঙ্গালিয়া গ্রামের নয়নে আলীর ছেলে আলমকে (১৮) একই গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে রিনা আক্তার (১৬) তালাকের নোটিশ পাঠালে স্বামী আলম এ কাণ্ড করেন।
এছাড়া ২০১৯ সালের একই সময়ে এই খবরটি প্রকাশ করেছিল ঢাকা ট্রিবিউন। ১৫ জুলাই প্রকাশিত সেই খবরের শিরোনাম ছিল, 'তালাকের নোটিশ পেয়ে খুশিতে তিন মন দুধে গোসল স্বামীর, গ্রামবাসীকে করালেন ভূরিভোজ!'। দেখুন--
খবরটির পড়ুন এখানে।
অর্থাৎ ২০১৯ সালের পুরোনো সংবাদমূল্যহীন একটি খবরকে অপ্রাসঙ্গিকভাবে নতুন খবর হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।