সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করে বলা হচ্ছে, পিরোজপুরের সিকিউরিটি গার্ডের ছেলে গোলাম রসুল এখন জজ হয়েছেন। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গত ৫ আগস্ট 'Radio Barta' নামের ফেসবুক পেজে শেয়ার করা একটি খবরের শিরোনাম, 'মা কাজের বুয়া বাবা সিকিউরিটি গার্ড, ছেলে এখন জজ!'। গত ১ এপ্রিল প্রকাশিত সেই খবরটিতে বলা হয়, সম্প্রতি ১২ তম জাতীয় জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ৬৭ তম হয়েছেন গোলাম রসুল সুইট। সাতক্ষীরা নিবাসী সেই গোলাম রসুলের পিতা একজন সিকিউরিটি গার্ড এবং মা মানুষের বাসা বাড়িতে কাজ করতেন। আরো বলা হয়, আগামী ২৮ জানুয়ারি গোলাম রসুল তাঁর প্রথম কর্মস্থল পিরোজপুরে যোগদান করবেন। দেখুন সেই ফেসবুক পোস্টটির স্ক্রিনশট--
খবরটির আর্কাইভ আছে এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সিকিউরিটি গার্ডের সন্তান গোলাম রসুলের সহকারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে (বিচারক) হিসেবে যোগদান করার খবরটি পুরনো। মূলত ২০২০ সালে মূলধারার গণমাধ্যমে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে গোলাম রসুল সুইটের বিচারক হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। প্রায় দেড় বছর আগে ২০২০ সালের ২৭ জানুয়ারি মাসে 'সিকিউরিটি গার্ডের ছেলে এখন জজ' শিরোনামে একটি প্রতিবেদন করেছিল চ্যানেল আই। দেখুন খবরটির স্ক্রিনশট--
খবরটিতে আরো বলা হয়, গোলাম রসুলের মা মাহফুজা খাতুন অন্যের বাড়িতে কাজ কাজ করতেন। কিন্তু বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে ৬৭তম হয়ে তাদের সন্তান গোলাম রসুল এখন প্রতিষ্ঠিত।
এছাড়া একই খবর তৎকালে অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি মাসে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজও প্রকাশ করেছিল। 'বাবা সিকিউরিটি গার্ড, ছেলে এখন জজ' শিরোনামে প্রকাশিত খবরটির স্ক্রিনশট দেখুন--
ওই খবরে জাগো নিউজ জানায়, ২০২০ সালের ২৮ জানুয়ারি সহকারি জজ হিসেবে তাঁর কাঙ্খিত কর্মক্ষেত্রে যোগদান করার কথা গোলাম রসুলের।
এর বাইরে ইংরেজি সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডেও ২০২০ সালে পেশায় সিকিউরিটি গার্ড বাবার ছেলে গোলাম রসুলের জজ হওয়ার খবরটি প্রকাশিত হয়েছিল। দেখুন এখানে।
অর্থাৎ প্রায় দেড় বছরেরও বেশি পুরনো একটি খবরকে হুবহু কপি করে অখ্যাত পোর্টালে নতুন খবর হিসেবে প্রকাশ করে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।