ডাস্টবিন থেকে একটি কুকুর এক নবজাতককে তুলে এনে তাঁর জীবন রক্ষা করার খবর সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছে। দেখুন এমন তিনটি লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ৬ জুলাই Bangla Live News নামের একটি ফেইসবুক পেজ থেকে একটি খবর প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়, ওমানের এক ক্ষুধার্ত কুকুর ময়লার ডাস্টবিনে পড়ে থাকা ৩ দিন বয়সী এক নবজাতককে রক্ষা করে। দেখুন খবরটির স্ক্রিনশট--
৮ জুলাইয়ে প্রকাশিত সেই খবরটির বিস্তারিত অংশের আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, ওমানে ডাস্টবিন থেকে কুকুর কর্তৃক এক মানবশিশু উদ্ধার করার খবরটি সাম্প্রতিক নয়। নানাভাবে সার্চ করে দেখা গেছে, খবরটি অন্তত ৬ বছর পুরনো।
এ সংক্রান্ত একটি খবর বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশ হতে দেখা গেছে। জাতীয় দৈনিক 'বাংলাদেশ প্রতিদিন' এর অনলাইন ভার্সনে "ডাস্টবিন থেকে তুলে ৩ দিনের শিশুকে বাঁচাল ক্ষুধার্ত কুকুর!" শিরোনামে ২০১৭ সালের ২৭ জানুয়ারিতে খবরটি প্রকাশিত হয়েছিল। দেখুন সেই প্রতিবেদনের স্ক্রিনশট--
তবে বিস্তারিত সার্চ করে খবরটি তার পূর্বেও একাধিক অনলাইন পোর্টালে পাওয়া গেছে। ভারতের 'ইন্ডিয়াটিভি' নামের একটি নিউজ পোর্টালে এই খবরটি একটি ভিডিওসহ ২০১৫ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। মূলত সৌদি আরব ভিত্তিক আরেকটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে তারা এই খবরটি প্রকাশ করে। দেখুন 'ইন্ডিয়াটিভিনিউজ' এর সেই প্রতিবেদনের স্ক্রিনশট--
দেখুন প্রতিবেদনটি এখানে।
অর্থাৎ ২০১৫ সালের কিংবা তারও আগের একটি পুরোনো খবরকে সম্প্রতি একাধিক অনলাইন পোর্টালে নতুন ঘটনা হিসেবে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।