ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী পূর্নিমার কাদামাখির একটি ছবি যুক্ত অখ্যাত কিছু অনলাইন পোর্টালের খবরের লিংক পোস্ট করে বলা হচ্ছে, কাদা মাখামাখি করলেন ফেরদৌস-পূর্ণিমা। আবার একই ছবি যুক্ত লিংক পোস্ট করে কোথাও লেখা হয়েছে, ঈদের আনন্দ উপভোগ করতে কাদা মাখামাখি করলেন ফেরদৌস-পূর্ণিমা। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৩ জুলাই Digital Network নামের একটি ফেসবুক পেজে অখ্যাত একটি অনলাইন পোর্টালের খবরের লিংক পোস্ট করে লিখা হয়, 'কাদা মাখামাখি করলেন ফেরদৌস-পূর্ণিমা'। হুবহু একই রকম শিরোনামে প্রকাশিত খবরটির ডেটলাইনে প্রকাশের সময় দেয়া আছে ২২ জুলাই, ২০২১। দেখুন পোস্ট ও খবরের ডেটলাইনের পাশাপাশি স্ক্রিনশট--
এছাড়া ২২ জুলাই 'MD Rajon' নামের একটি ফেসবুক আইডি থেকে 'সময় নিউজ টিভি ২৪ ঘন্টার খবর' নামের একটি গ্রুপে 'ঈদের আনন্দ উপভোগ করতে কাদা মাখামাখি করলেন ফেরদৌস-পূর্ণিমা' শিরোনামে হুবহু একই ছবি ও খবরের লিংক পোস্ট করা হয়েছে। দেখুন স্ক্রিনশট--
আলোচ্য খবর দুটির শিরোনাম কিছুটা ভিন্ন হলেও ছবি ও খবরের মুল অংশ হুবহু একই রকম। খবর দুটি পড়ে মনে হচ্ছে এটি সাম্প্রতিক ঘটনা।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি পুরোনো। রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, নোয়াখালীতে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের কোন একদিন ওবায়দুল কাদেরের উপন্যাস 'গাঙচিল' অবলম্বনে সিনেমার একটি দৃশ্যের শুটিং শেষে ছবিটির নির্মাতা ও শিল্পীরা কাদা মাখামাখির আনন্দে মেতে উঠেন। ঘটনাটি নিয়ে মুলধারার একাধিক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। তন্মধ্যে, গত বছরের ৩ ফেব্রুয়ারি 'কাদা মাখামাখি করলেন ফেরদৌস-পূর্ণিমা' শিরোনামে প্রকাশিত ডেইলি বাংলাদেশ-এর ছবি ও খবরটি হুবহু কপি করে আলোচ্য খবরটি নতুন তারিখে প্রকাশ করা হয়েছে। খবর দুটির পাশাপাশি স্ক্রিনশট দেখুন--
ডেইলি বাংলাদেশের খবরের লিংকটি দেখুন এখানে। একইদিনে অনলাইন সংবাদমাধ্যম পূর্বপশ্চিমবিডি ও দৈনিক বাংলাদেশ মিডিয়া নামের একটি পত্রিকার অনলাইন ভার্সনে খবরটি প্রকাশিত হয়।
বিস্তারিত সার্চ করে দেখা গেছে, ফেরদৌস-পূর্ণিমার কাদা মাখামাখির ভিডিওটি তৎকালে দ্রুত ভাইরাল হয়ে পড়লে অন্যান্য গণমাধ্যমও এ নিয়ে খবর প্রকাশ করে। পরদিন অর্থাৎ ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি সময় টিভির অনলাইন ভার্সনে প্রকাশিত এ সংক্রান্ত খবরটি দেখুন এখানে এবং ৫ ফেব্রুয়ারি দৈনিক যায়যায়দিন পত্রিকার অনলাইন ভার্সনের প্রতিবেদনটি দেখুন এখানে।
এছাড়া, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি দৈনিক যুগান্তরে প্রকাশিত খবরটির সাথে একটি ভিডিও জুড়ে দেয়া হয়েছে, লক্ষ্যণীয় যে ভিডিওটির ১ মিনিট ১৩ সেকেন্ডের কোন একটি ফ্রেম নিয়ে স্থির ছবিটি বিভিন্ন পত্রিকায় ব্যবহার করা হয়েছে। ভিডিওটির স্ক্রিনশট ও আলোচ্য খবরের ছবিটি পাশাপাশি দেখুন--
ভিডিওসহ যুগান্তরের খবরটি দেখুন এখানে।
অতএব, ফেরদৌস-পূর্ণিমার কাদা মাখামাখির ছবিটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে 'গাঙচিল' সিনেমার একটি দৃশ্যের শুটিং পরবর্তীতে ধারণ করা ভিডিও থেকে নেয়া। ডেইলি বাংলাদেশের তথ্যমতে ভিডিওটি ২০২০ সালের ২ ফেব্রুয়ারি বোরবার ধারণ করা এবং সময় টিভি'র খবর অনুযায়ী ৩ ফেব্রুয়ারি ধারণ করা। তবে এ বিষয়টি আলাদাভাবে তালাশ করে দেখেনি বুম বাংলাদেশ।
সুতরাং, প্রায় দেড় বছর আগের একটি খবরকে কপি করে নতুন খবর হিসেবে প্রকাশ করা কিংবা ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।