''বাংলাদেশ রেলওয়েতে ৬ পদে ৯৪৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি'' শিরোনামের একটি নিয়োগের খবর একটি চাকরির পোর্টালে প্রকাশিত হয়েছে। এখানে দেখুন। পোর্টালটি অনুযায়ী রেলওয়েতে ৬৭৭ জন অ্যাপ্রেন্টিস, ১১ জন আয়া, ৩৮ জন নিরাপত্তা প্রহরী, ২১৫ জন পরিচ্ছন্নতাকর্মী, ২ জন ওয়েটিং রুম আয়া ও ২ জন ল্যাম্পম্যান নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে।
কিন্তু বিজ্ঞপ্তিটির ভেতরে দেখা যায় ২০১৯ সালের জুলাই মাসের ৩০ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি এটি।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ নিয়োগের খবরটির সত্যতা যাচাই করতে অনুসন্ধান চালিয়ে দেখতে পায় ২০১৯ সালে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। ২০১৯ সালের ৩০ জুলাই দুটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে একটিতে ৬৭৭ জন ট্রেড অ্যাপ্রেন্টিস এবং অপর বিজ্ঞপ্তিটির মাধ্যমে বাকী পদগুলোর জন্য দরখাস্ত আহবান করা হয়। দুটি বিজ্ঞপ্তিতেই আবেদনের শেষ সময়সীমা হিসেবে সেবছরের সেপ্টেম্বরের ৯ তারিখকে উল্লেখ করা হয়েছিল।
দৈনিক যুগান্তরেও এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।
অর্থাৎ, নিয়োগের আবেদনের সময়সীমা পার হয়ে যাওয়ার এক বছর পর এই বিজ্ঞপ্তি নিয়ে নতুন করে সংবাদ প্রচার করা বিভ্রান্তিকর।