সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে দৈনিক আমার দেশ পত্রিকার লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে দাবি করা হয়, পাকিস্তানি জাহাজ থেকে অস্ত্র খালাস করা ৭ শ্রমিককে চাঁদপুরে হত্যা করেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও জঙ্গীরা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গতকাল ২৪ ডিসেম্বর 'Towhidur Rahman Shakil' নামের একটি আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "২৩ শে ডিসেম্বর আনুমানিক দুপুর ১২ টার দিকে মাঝের চরে আল-বাকার নামক জাহাজ ৮জন নাবিক কে জবাই করে হ*ত্যা করেছে এসআই ও জংগীরা,অথচ সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় ডাকাতি,এক লাইটার জাহাজে ডাকাতি করার মতো কি থাকে?? যদিও বা ডাকাতির উদ্যেশ্য হয়ে থাকে তাহলে এতো গুলো হত্যা কেনো??? সকল নিহত নাবিক ভাইদের আল্লাহ তায়ালা জান্নাতে নসীব করুক এবং তাদের পরিবার কে ধৈর্য ধরার তৌফিক দান করুক।। আমরা এই নাবিক ভাইদের হত্যার বিচার চাই।।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। দৈনিক আমার দেশ পত্রিকা এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বলে বুম বাংলাদেশকে গণমাধ্যমটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ২৪ ডিসেম্বর ২০২৪ লেখা রয়েছে। কি-ওয়ার্ড সার্চ করে আমার দেশ পত্রিকার ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে উক্ত তারিখ এবং সাম্প্রতিক তারিখের সংবাদ সন্ধান করে ভাইরাল ফটোকার্ডটি পাওয়া যায়নি।
এছাড়া, কি-ওয়ার্ড সার্চ করে ভাইরাল ফটোকার্ড সম্পর্কিত খবর অন্য সংবাদমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে আমার দেশ পত্রিকার নিউজ এডিটর ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ভাইরাল ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেন এবং এটিকে ভুয়া বলে চিহ্নিত করেছেন।
অর্থাৎ দৈনিক আমার দেশ পত্রিকা এমন কোনো ফটোকার্ড তৈরি বা খবর প্রকাশ করেনি।
সুতরাং আমার দেশ পত্রিকার লোগো যুক্ত করে ভুয়া তথ্য দিয়ে বানানো ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।