সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, পদ্মা সেতু ভাঙার কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১২ মার্চ 'ফেসবুক মনিটাইজেশন সাপোর্ট' নামে একটি ফেসবুক গ্রুপে 'রাহি' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "আগামীকাল থেকে পদ্মা সেতু ভাঙ্গার কার্যকর্ম শুরু জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত কমেন্ট _"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পদ্মা সেতু ভাঙার নির্দেশ দেওয়ার কোনো সংবাদ গণমাধ্যমে বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিচালিত সামাজিক মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। মূলত বেনামী একটি ব্লগপোস্টের লিংক শেয়ার করে প্রধান উপদেষ্টার বরাতে পদ্মা সেতু ভাঙার ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে।
প্রথমত, আলোচ্য পোস্টের সাথে সংবাদের সোর্স হিসেবে যুক্ত লিংকে প্রবেশ করে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পদ্মা সেতু ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে কি না জানতে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে এসংক্রান্ত কোনো সংবাদ নির্ভরযোগ্য কোনো মাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই পদ্মা সেতুর মত গুরুত্বপূর্ণ স্থাপনা ভেঙে ফেলার সিদ্ধান্ত হলে তা দেশি-বিদেশী গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচার হওয়ার কথা।
এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পরিচালিত ফেসবুক পেজেও এসংক্রান্ত কোনো নির্দেশনা খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পদ্মা সেতু ভাঙার নির্দেশনা দেওয়া বা পদ্মা সেতু ভাঙার সংবাদটি সঠিক নয়।
সুতরাং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পদ্মা সেতু ভাঙার নির্দেশনা দেওয়ার ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।