সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে দৈনিক পত্রিকা কালের কণ্ঠের বরাতে বলা হচ্ছে, আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে, সেনাবাহিনীর পদক্ষেপে ক্ষমতা হারাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস এবং রাজনীতিতে ফিরছেন শেখ হাসিনা। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২২ ডিসেম্বর 'Supporters of Bangladesh Awami League' নামে একটি ফেসবুক গ্রুপে 'Nazmul Islam Nipu' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা সম্ভাবনা! গদি হারাবে ইউনুস? সেনাবাহিনীর পদক্ষেপ স্পষ্ট! রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপটে ফিরছেন শেখ হাসিনা। - Kaler Kantho"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য খবরটি ভুয়া উল্লেখ করে সতর্ক থাকার আহ্বান জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কালের কণ্ঠ। এছাড়া এমন কোনো সংবাদ প্রচার করেনি বলে বুম বাংলাদেশকেও পত্রিকাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
দৈনিক পত্রিকা কালের কণ্ঠ এরকম কোনো সংবাদ প্রচার করেছে কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য তথ্যসহ কোনো সংবাদ কালের কণ্ঠের ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি। তবে, কালের কণ্ঠের ওয়েবসাইটে ২২ ডিসেম্বর "কালের কণ্ঠের নামে ভুয়া সংবাদ প্রচার, সতর্ক থাকার আহ্বান" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠের নামে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হচ্ছে। সম্প্রতি একটি ভুয়া শিরোনাম, ‘আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার সম্ভাবনা! গদি হারাবেন ইউনূস? সেনাবাহিনীর পদক্ষেপ স্পষ্ট! রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপটে ফিরছেন শেখ হাসিনা - Kaler Kantho’ ভাইরাল হয়েছে। কালের কণ্ঠ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাচ্ছে, এই শিরোনামে কোনো সংবাদ তাদের অনলাইন পোর্টাল (www.kalerkantho.com), প্রিন্ট সংস্করণ কিংবা ভেরিফায়েড ফেসবুক পেজে (www.facebook.com/kalerkantho) প্রকাশিত হয়নি।" স্ক্রিনশট দেখুন--
এছাড়া কালের কণ্ঠের ফেসবুক পেজে একটি পোস্ট করেও আলোচ্য সংবাদটি তাদের করা নয় বলে নিশ্চিত করা হয়েছে। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়া কালের কণ্ঠের ডেপুটি নিউজ এডিটর ও অনলাইন ইনচার্জ সাকিব শিকদারের সাথে যোগাযোগ করলে তিনি বুম বাংলাদেশকে জানান, কালের কণ্ঠের অনলাইন বা প্রিন্ট কোন ভার্সনে এমন কোনো সংবাদ প্রকাশ করা হয়নি।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি ভুয়া। দৈনিক পত্রিকা কালের কণ্ঠের বরাতে প্রচারিত হলেও আলোচ্য সংবাদটি কালের কণ্ঠ প্রকাশ করেনি।
সুতরাং সেনাবাহিনী ও সরকারকে জড়িয়ে কালের কণ্ঠের বরাতে ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।