HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

৩ কি.মি. দূরে নয়; বাবরি মসজিদের স্থানেই নির্মিত হয়েছে রামমন্দির

বুম বাংলাদেশ দেখেছে, রামমন্দির সেখানেই নির্মিত হয়েছে যেখানে একসময় ঐতিহাসিক বাবরি মসজিদ ছিল।

By - Tausif Akbar | 30 Jan 2024 9:14 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন পেজ এবং গ্রুপে গুগল ম্যাপ এর একটি স্ক্রিনশট সহ পোস্ট করে বলা হচ্ছে, রামমন্দির তৈরি করা হয়েছে বাবরি মসজিদের ধ্বংসস্তূপের জায়গা থেকে ৩ কিলোমিটার দূরে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে

গত ১৫ জানুয়ারি 'Arnab Das' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে "BREAKING NEWS: বাবরি মসজিদের জমিতে রাম মন্দির উদ্বোধন হচ্ছেনা।..... বর্তমানে রাম মন্দির তৈরি করা হচ্ছে বাবরি মসজিদের ধ্বংসস্তূপ থেকে ৩ কিলোমিটার দূরে...." দীর্ঘ ক্যাপশনে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ৩ কিলোমিটার দূরে নয় বরং রামমন্দির একই স্থানে নির্মিত হচ্ছে যেখানে একসময় ঐতিহাসিক বাবরি মসজিদ ছিল। এছাড়া আলোচ্য পোস্টে গুগল ম্যাপের যে স্ক্রিনশট শেয়ার করা হয়েছে তাও বিভ্রান্তিকর, বর্তমান গুগল ম্যাপের সাথে সেটি সামঞ্জস্যপূর্ণ নয়।

কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভারতীয় সংবাদ মাধ্যম 'Mint'-এ গত ১৬ জানুয়ারি "Does Ayodhya Ram Mandir stand over disputed Babri Masjid site? ‘Evidence shows…" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "ছবি এবং স্যাটেলাইট ডেটা নিশ্চিত করে যে অযোধ্যায় নির্মাণাধীন বর্তমান রাম মন্দিরটি একই স্থানে নির্মিত হচ্ছে যেখানে একসময় ঐতিহাসিক বাবরি মসজিদ ছিল"। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



এদিকে, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভারতীয় তথ্য যাচাই প্রতিষ্ঠান 'বুম লাইভ'-এ গত ১৭ জানুয়ারি "বাবরি মসজিদের জায়গা থেকে দূরে অযোধ্যায় রামমন্দির তৈরির দাবি মিথ্যা" (অনূদিত) শিরোনামে একটি তথ্য যাচাই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে 'বুমলাইভ' রামমন্দিরের জায়গাটি পরিদর্শনকারী কয়েকজন মূলধারার সংবাদ মাধ্যমের প্রতিনিধি, স্থানীয় প্রশাসনিক ব্যক্তি সহ কয়েকজনের সাথে কথা বলেছে। তারা সবাই জানিয়েছেন, রামমন্দির একই স্থানে নির্মিত হচ্ছে যেখানে একসময় ঐতিহাসিক বাবরি মসজিদ ছিল।

পাশাপাশি প্রতিবেদনটিতে বাবরি মসজিদ ভেঙ্গে ফেলার সময়কার ভিডিও থেকে মসজিদের বিভিন্ন স্থানের বিভিন্ন দৃশ্যের সাথে রামমন্দির নির্মাণের স্থানটির স্যটেলাইট ছবির একটি তুলনামূলক চিত্র দেখানো হয়েছে। তুলনামূলক চিত্রের স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ রামমন্দির একই স্থানে নির্মিত হচ্ছে যেখানে একসময় ঐতিহাসিক বাবরি মসজিদ ছিল।

এছাড়াও 'বুমলাইভ' তাদের তথ্য যাচাই প্রতিবেদনে আরো উল্লেখ করেছে, আলোচ্য গুগল ম্যাপের স্ক্রিনশটে বাবরি মসজিদের জায়গার প্লেস পয়েন্ট (আইকন) সঠিক জায়গায় নেই। আলোচ্য জায়গাটি গুগল ম্যাপে দেখুন এখানে। আলোচ্য পোস্টের গুগল ম্যাপের স্ক্রিনশট (বামে) এবং বর্তমানে একই জায়গার ম্যাপের স্ক্রিনশট (ডানে) এর তলনামূলক চিত্র দেখুন--



সুতরাং ফেসবুকে বাবরি মসজিদের ধ্বংসস্তূপ থেকে ৩ কিলোমিটার দূরে রামমন্দির নির্মাণ করা হয়েছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories