HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

না, ছবিটি হাবল টেলিস্কোপে তোলা নয়

বুম বাংলাদেশ দেখেছে, মূলত মেঘে ঢাকা পৃথিবীর ছবিটি বাস্তব কোন ছবি নয় বরং এটি ত্রিমাত্রিক প্রযুক্তির একটি আর্টওয়ার্ক।

By - Md Abdullah Khan | 4 Oct 2022 11:20 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ থেকে মেঘের চাদরে ঢাকা পৃথিবীর একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিটি হাবল টেলিস্কোপের সাহায্যে ধারণ করা হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৩০ সেপ্টেম্বর "আউটসাইড নলেজ - Outside Knowledge" নামের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়,"হাবল টেলিস্কোপের তোলা মেঘের চাদরে ঢাকা পৃথিবী"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। মূলত মেঘের চাদরে ঢাকা পৃথিবীর ছবিটি ত্রিমাত্রিক প্রযুক্তির সহায়তায় মাইক কিয়েভ নামের একজন আর্টিস্টের তৈরি আর্টওয়ার্ক।

রিভার্স ইমেজ সার্চ করে, আলোচ্য ছবিটি সহ একাধিক ছবি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের একটি ফ্যাক্ট-চেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ছবিটিকে ভারতীয় সামজিক মাধ্যমে ২০১৯ সালে চন্দ্রযান-২ নামে ভারতের দ্বিতীয় মহাকাশ অভিযানকারী রকেট থেকে পাঠানো ছবি বলে দাবি করা হচ্ছিল। ইন্ডিয়া টুডে তখন ছবিটি যাচাই করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা দাবিটি খণ্ডন করে। প্রতিবদনটিকে আলোচ্য ছবির সূত্র হিসাবে স্টক ফটোর ওয়েবসাইট শাটারস্টকের লিংক দেয়া হয়েছে। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন
এখানে

ছবিটি শাটারস্টক 'Photobank.kiev.ua' নামে একটি ওয়েবসাইটের লিংক যুক্ত করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--

ছবিটি দেখুন এখানে

শাটারস্টকে যুক্ত করা লিংকটিতে ক্লিক করলে deviantart.com নামের একটি ওয়েবসাইটে নিয়ে যায়। যেখানে "Eearth, stock photo for Photo Bank" ক্যাপশনে ছবিটি খুঁজে পাওয়া যায়, ২০১২ সালের ১ নভেম্বর পোস্ট করা হয়েছে। ছবিটি পোস্ট করেছে মাইক কিয়েভ নামের একটি একাউন্ট থেকে। ছবির বর্ণনায় ছবিটি ত্রিমাত্রিক প্রযুক্তিতে তৈরী করা হয়েছে বলে জানানো হয়। স্ক্রিনশট দেখুন--  

ছবিটি দেখুন এখানে

এই সূত্র ধরে একাধিক কী-ওয়ার্ড সার্চ করে, ফ্যাক্ট চেকিং সংস্থা স্নুপস-এ ছবিটি যাচাই করে "Earth in a 'Cradle of Clouds" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে লেখা হয়েছে, ছবিটি হাবল টেলিস্কোপের তোলা নয় বরং মাইক কিয়েভ নামে এক ব্যক্তির ত্রিমাত্রিক (থ্রিডি) আর্ট, যা ২০১৩ সাল থেকে ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

অর্থাৎ ছবিটি হাবল টেলিস্কোপের তোলা নয় বরং একটি থ্রিডি আর্টওয়ার্ক।

সুতরাং মাইক কিয়েভ নামে এক ব্যক্তির ত্রিমাত্রিক (থ্রিডি) আর্টওয়ার্ককে হাবল টেলিস্কোপের তোলা পৃথিবীর ছবি দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে , যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories