HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভারতের নাগপুরের ডবল ডেকার ব্রিজ পদ্মা সেতুর চেয়ে দীর্ঘতম নয়

বুম বাংলাদেশ দেখেছে, নাগপুরের এই ডবল ডেকার ব্রিজটি ভিন্ন রেকর্ড গড়লেও সেতুটি দৈর্ঘ্যের দিক থেকে পদ্মা সেতুর চেয়ে বড় নয়।

By - Md Abdullah Khan | 21 July 2022 3:43 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি গ্রাফিক্স কার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশের পদ্মা সেতুর চেয়েও দীর্ঘতম সেতুর জন্য রেকর্ড গড়েছে ভারত। কার্ডটিতে লেখা আছে, "বাংলাদেশের পদ্মাসেতুর চেয়েও দীর্ঘতম সেতুর জন্য রেকর্ড গড়ল ভারত, নাগপুরের ডবল ডেকার সেতু, বিশ্ব রেকর্ডের তালিকায় ভারতের নাম নথিভুক্ত হল, প্রতিটি ভারতবাসীর জন্য গর্বের খবর।" এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৮ জুলাই 'Rakesh Sarkar' নামের একটি ফেসবুক আইডি থেকে এমন একটি গ্রাফিক্স কার্ড শেয়ার করে লেখা হয় "বিশ্ব রেকর্ডে ফের ভারতের নাম 💪 এবার নাগপুরের ডবল ডেকার সেতুর"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। এশিয়া বুক অব রেকর্ডস ও ইন্ডিয়া বুক অব রেকর্ডস নামের দুটি সংস্থা কর্তৃক ভারতের নাগপুরের ডবল ডেকার ব্রিজকে একটি সম্মাননার দেয়া কথা ভারতীয় কর্তৃপক্ষ থেকে জানানো হলেও তা দৈর্ঘ্যের হিসাবে পদ্মাসেতুকে ছাপিয়ে যাওয়ার জন্য নয় বরং সম্মাননাটি ভিন্ন কারণে দেয়া হয়েছে।

কিওয়ার্ড ধরে সার্চ করার পর, ভারতীয় সংবাদমাধ্যম জি বিজনেস এর "World record in Nagpur! Team Maharashtra Metro & Team NHAI achieve this big feat - Full Details" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে, একক ভায়াডাক্টের উপর দীর্ঘতম হাইওয়ে ফ্লাইওভার ও মেট্রো রেলের লাইন বানিয়ে বিশ্বরেকর্ড গড়েছে বলে ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় বরাতে জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, এই ডবল ডেকার ব্রিজের দৈর্ঘ্য হল ৩.১৪ কিলোমিটার। একক পিলারের উপর ৩.১৪ কিলোমিটার বিস্তৃত ডবল ডেকার ব্রিজের উপর হাইওয়ে ও মেট্রো লাইন রয়েছে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

ভারতের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি'র একটি টুইটও খুঁজে পাওয়া যায়। সেখানেও প্রতিবেদনের  অনুরূপ তথ্য দেয়া হয়েছে ও অভিনন্দন জানানো হয়েছে। টুইটটি দেখুন--

এই রেকর্ড সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি ভারতের সরকারি প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ওয়েবসাইটেও খুঁজে পাওয়া গেছে। মন্ত্রীর বরাতে সেখানে, এশিয়া বুক অব রেকর্ডস ও ইন্ডিয়া বুক অব রেকর্ডস নামের দুটি সংস্থা কর্তৃক একটি কলামের উপর দীর্ঘতম হাইওয়ে ফ্লাইওভার ও মেট্রো রেলের লাইন বানিয়ে ভারতের রেকর্ড গড়ার খবর দেয়া হয়। ইন্ডিয়া বুক অব রেকর্ডস ও এশিয়া বুক অব রেকর্ডস এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রতিবেদনের আর্কাইভ দেখুন এখানেএখানে। প্রেস ইনফরমেশন ব্যুরোর বিজ্ঞপ্তির স্ক্রিনশট দেখুন--

বিজ্ঞপ্তিটি দেখুন এখানে

উল্লেখ্য এসবের কোথাও-ই এই ব্রিজকে পদ্মা সেতু থেকে দীর্ঘতম দাবি করা হয়নি বা এটি পদ্মা সেতুর থেকে দীর্ঘতম হওয়ার রেকর্ড গড়েছে বলে লেখা হয়নি।

 নাগপুরের ডবল ডেকার ব্রিজ পদ্মার চেয়ে দীর্ঘ নয়

সরকারি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে পূর্বেই উল্লেখ করা হয়েছে ভারতের নাগপুরের ডবল ডেকার ব্রিজের দৈর্ঘ্য ৩.১৪ কিলোমিটার। অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ডিপ্লোমেট-এ প্রকাশিত খবর অনুযায়ী, পদ্মার পানির উপরে থাকা পদ্মা সেতুর অংশটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

অর্থাৎ নাগপুরের ডবল ডেকার ব্রিজের তুলনায় পদ্মা সেতু প্রায় দ্বিগুণ।

প্রসঙ্গত, নাগপুরের ডবল ডেকার ব্রিজ আদতে বিশ্বরেকর্ড গড়েছে কিনা তা বুম বাংলাদেশ আলাদাভাবে যাচাই করে দেখেনি। তবে নিশ্চিতভাবেই সেতুটি পদ্মা সেতুর থেকে দীর্ঘ নয়।

সুতরাং ভারতের নাগপুর শহরের ডবল ডেকার একটি ব্রিজকে বাংলাদেশের পদ্মা সেতুর থেকেও দীর্ঘ বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Related Stories