সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি প্রাণী এবং এর ভয়ঙ্কর চিৎকারের ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে প্রাণীটি সৌদি আরবের কবরস্থানে বাস করে ও কবরের ভেতরে ঢুকে লাশ খায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৫ আগস্ট 'Hafez Qari Sofikul Islam' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিও ক্লিপ শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "এই প্রানীটা নাকি সৌদি আরবের কবরস্থানে বাস করে। এটা নাকি মানুষের কবরের ভেতরে ঢুকে লাশ খাই। লাশ খাওয়া অবস্থায় যদি কেউ কবরের আশেপাশে আসে তবে এই প্রাণীটা তা টের পাই। এবং টের পেয়ে সে মানুষের মতো চিৎকার করতে থাকে যাতে ভয়ে কবরের আশেপাশে কেউ না আসে। এই প্রাণীটা হুবহু মানুষের মতো চিৎকার করতে পারে। শোনলে যে কেউ মনে করবে কবরের ভেতরে আজাব হচ্ছে এবং মৃত ব্যক্তি চিৎকার করছে।" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। একটি সাধারণ স্ন্যাপিং কচ্ছপের ভিডিওর সাথে এডিট করে আবহে ভয়ঙ্কর চিৎকারের শব্দ জুড়ে দেয়া হয়েছে।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করার পর, ইউটিউবে 'Michael Danford' নামের একটি চ্যানেলে "Screaming Turddle!! Alligator Encounters TX" ক্যাপশন সহ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ইউটিউবে পোস্ট করা হয়েছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, ইউটিউবের এই ভিডিওটি মূলত শর্ট ভিডিও তৈরির প্ল্যাটফর্ম টিকটকের একটি ক্লিপ, যা 'mdanford_1105' নামের কোনো একাউন্টে পোস্ট করা হয়েছিল। ভিডিওটি দেখুন--
সার্চ করার পর, 'danfords_1105' নামের একটি টিকটক একাউন্টে ভিডিওটি খুঁজে পাওয়া গেছে। টিকটকের ফিচার অনুযায়ী স্বল্পদৈর্ঘের ভিডিওর সাথে পৃথক সাউন্ড যুক্ত করা যায়। আলোচ্য ভিডিওটিতেও এরকম একটি সাউন্ড ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ভিডিওটি আর সাউন্ড ক্লিপ আলাদা। স্ক্রিনশট দেখুন--
ভিডিওটি দেখুন--
এই সাউন্ড ক্লিপটি যুক্ত করা হয়েছে এরকম অন্য কয়েকটি ভিডিও দেখুন--
টিকটক ভিডিওটিতে হ্যাশট্যাগ দিয়ে #Aligator #snappingturtle #Scream #Comedy #Foryou #Brohamfambam #Zoo-এর মত কিছু কি-ওয়ার্ড লেখা হয়েছে। এরমধ্যে স্ন্যাপিং টার্টেলের (snappingturtle) কি-ওয়ার্ড ধরে সার্চ করে আমেরিকার বন্য প্রাণী বিশেষজ্ঞ কোয়োটো পিটারসন-এর ইউটিউব চ্যানেল 'Brave Wilderness'-এ একটি শিক্ষামূলক ভিডিও খুঁজে পাওয়া যায়। 'Alligator Snapping Turtle vs Common Snapping Turtle' ক্যাপশনে ভিডিওটি সাধারন স্ন্যাপিং টার্টল এবং অ্যলিগেটর স্ন্যাপিং টার্টেল-দুই প্রজাতির তুলনামুলক বৈশিষ্ট্য দেখানো হয়েছে। ভিডিও থেকে জানা যায়, প্রাণীটি কোনো আক্রমণাত্মক বা মাংসাশী প্রানী নয়, অদ্ভুত বা অপরিচিতও নয়। ভিডিওটি দেখুন--
ইউটিউব ভিডিওটিতে দেখতে পাওয়া প্রাণীর সাথে আলোচ্য ফেসবুক পোস্টে দেখতে পাওয়া প্রাণীর মিল রয়েছে। অর্থাৎ এটি কোনো এক জাতের স্ন্যাপিং টার্টল বা বিশেষ প্রজাতির কচ্ছপ। যদিও ঠিক কোন প্রজাতির তা নিশ্চিত হওয়া যায়নি।
সুতরাং বিশেষ প্রজাতির কচ্ছপের ভিডিও দিয়ে লাশখেকো অদ্ভুত প্রাণী দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।