সামাজিক মাধ্যম ফেসবুকে ভারতীয় অভিনেত্রী ও মডেল নেহা শর্মার একটি ছবি পোস্ট করা হয়, যেখানে দেখা যাচ্ছে একটি কক্ষের ভেতরে একটি সেলফি নিয়েছেন নেহা এবং ছবিতে বেডসাইড ক্যাবিনেটের উপর একটি 'সেক্স টয়' রাখা আছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১১ জুলাই `Mood off’ নামের একটি ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, “না বুঝে হাহা দিবেন না দেখে বুঝে তার পরে দিবেন.!” ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি এডিটেড। পোস্টে নেহা শর্মার তোলা অরিজিনাল সেলফিটিকে এডিট করে বেডসাইড ক্যাবিনেটের উপর 'সেক্স টয়' বসিয়ে প্রচার করা হচ্ছে।
রিভার্স ইমেজ সার্চ করে নেহা শর্মার অফিশিয়াল টুইটার একাউন্টে অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া যায়, যেখানে ক্যাপশনে তিনি লেখেন, It’s sad how misogynistic people can be.. stop morphing pics and get cheap thrills out of it.. this is the original pic.. (এটা দুঃখজনক যে মানুষ কতটা নারীবিদ্বেষী হতে পারে। ছবির রূপ দেওয়া বন্ধ করুন এবং এর থেকে সস্তা রোমাঞ্চ পাওয়া থেকে দূরে থাকুন। এটাই আসল ছবি।)
It’s sad how misogynistic people can be..stop morphing pics and get cheap thrills out of it..this is the original pic.. pic.twitter.com/fmTqxtllYg
— Neha Sharma (@Officialneha) June 22, 2018
একইভাবে সার্চ করে তাঁর ভেরিফায়েড ফেসবুক একাউন্টেও ছবিটি পাওয়া যায়। যেখানে তিনি ছবিটি পোস্ট করে একই দাবি করেন। অর্থ্যাৎ 'সেক্স টয়' যুক্ত এডিটেড ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে তিনি তাঁর টুইটার হ্যান্ডেল ও ফেসবুক একাউন্টে অরিজিনাল ছবিটি পোস্ট করে এর প্রতিবাদ করেন এবং বিভ্রান্তি দূর করেন। দেখুন--
অনুরূপ সার্চে ‘আউটলুক ইন্ডিয়া'তে এ সংক্রান্ত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। ‘Neha Sharma Reveals She Was Traumatised After Her Selfie Was Morphed With A Sex Toy In The Background’ শিরোনামে করা প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৮ সালে ওয়েব সিরিজ 'অবৈধ' এর শুটিংয়ের সময় কিছু মানুষ তার সঙ্গে অদ্ভুত আচরণ করছিলেন এবং তখন তিনি এই ছবির ব্যাপারে জানতে পেরেছিলেন। এসময় তাকে কয়েকজন এই ছবির ব্যাপারে জানান। এই প্রতিবেদনেও নেহা শর্মার অরিজিনাল সেলফিটি যুক্ত করা হয়, যেখানে দেখা যাচ্ছে বেডসাইড ক্যাবিনেটে কোনো 'সেক্স টয়' নেই। দেখুন--
অর্থাৎ নেহা শর্মার নেয়া অরিজিনাল সেলফিটিতে কক্ষের বেডসাইড ক্যাবিনেটের উপর কোনো 'সেক্স টয়' নেই। বরং অরিজিনাল ছবিটি এডিট করে তা বসানো হয়েছে।
সুতরাং ভারতীয় অভিনেত্রী নেহা শর্মার একটি ছবিকে এডিট করে পাশে 'সেক্স টয়' বসিয়ে ফেসবুকে নেতিবাচকভাবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।