সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন একাউন্ট থেকে রাতে এক নারীর পুকুর থেকে উঠে আসার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, নারায়ণগঞ্জে হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৭ ডিসেম্বর ‘Adv Rinki Chatterjee Singh’ নামক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “Bangladesh:- Hindu Woman Raped, Tortured in Araihazar, Narayanganj: Extremists Keep Mocking, No One Helps. বাংলাদেশ হিন্দু মহিলাদের জন্য নরক ।নারায়ণ গঞ্জে হিন্দু মহিলা কে ধর্ষণ করে অত্যাচার করে মরার জন্য ফেলে রেখে দেওয়া হয় কেউ সাহায্য করতে আসেন নি । আর অত্যাচার করে কারা ? মুলো দের আবার কোনো জাত হয়না হয় কি ? একজন নারীর উপর হামলা চলাকালীন একদল উন্মত্ত জনতার এমন পৈশাচিক আনন্দ বর্তমান বাংলাদেশেই সম্ভব । নারায়ণগ্ঞ্জ।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটি কোনো হিন্দু নারী ধর্ষণের নয় বরং গত ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জে ডাকাত দলে যুক্ত থাকার অভিযোগে লাভলী নামের এক নারীকে মারধরের সময় ভিডিওটি করা হয়।
ভাইরাল ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে “নারায়নগঞ্জের আড়াইহাজারে নারী ডা কা ত’কে হাতেনাতে ধরলো স্থানীয়রা” শিরোনামে ‘Narayanganj Present’ নামের একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২৭ ডিসেম্বর প্রকাশিত ভিডিওটির সঙ্গে ফেসবুকে প্রচারিত ভিডিওর সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। ওই ভিডিওর ডিসক্রিপশনে বলা হয়, নারায়নগঞ্জের আড়াইহাজারে নারী ডাকাতকে হাতেনাতে ধরলো স্থানীয়রা। ভিডিওটি দেখুন--
’
ভিডিওটির সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে “ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে যুবক নিহত, এক নারী আটক” শিরোনামে ‘সময় টিভি’র অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে বিল্লাল (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় লাভলী নামে এক নারী ডাকাতকে আটক করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি কি-ওয়ার্ড সার্চ করে “আড়াইহাজারে ডাকাত সন্দেহে পিটুনিতে যুবক নিহত” শিরোনামে ‘প্রথম আলো’র একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী গ্রামে ডাকাত সন্দেহে পিটুনিতে মো. বিল্লাল (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় পিটুনির শিকার হন ২৫ বছর বয়সী এক নারী। বিল্লাল পুলিশের তালিকাভুক্ত ডাকাত সর্দার। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ আড়াইহাজার থানায় অন্তত ৯টি মামলা আছে। পিটুনির শিকার নারী বিল্লালের সহযোগী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডাকাত দলের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। পেশায় তিনি যৌনকর্মী বলেও প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভাইরাল ভিডিওটি একজন ডাকাতের সঙ্গে জড়িত থাকার নারীর। তিনি হিন্দু নন। এমনকি তাকে ধর্ষণ করার ঘটনাও ঘটেনি
সুতরাং, নারায়নগঞ্জে ডাকাত দলের এক নারী সদস্যের ভিডিও প্রচার করে বাংলাদেশে হিন্দু নারীকে ধর্ষণ করা হয়েছে দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।