HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

নাগাল্যান্ডের ভিডিওকে সিলেটের ট্রাক দুর্ঘটনার দাবি করে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ২০২১ সালের ভারতের নাগাল্যান্ডের এক গ্রামে খাদে পড়ে যাওয়া ট্রাককে দড়ি বেঁধে টেনে ওঠানোর ভিডিও এটি।

By - Md Abdullah Khan | 24 July 2022 10:55 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করে দাবি করা হচ্ছে, সিলেটের বন্যায় ত্রাণের ট্রাক উল্টে ভয়ঙ্কর খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। ভিডিওতে লোকজনকে লম্বা বাঁশ দিয়ে একটি ট্রাককে বিভিন্ন দিক থেকে বেঁধে টেনে তুলতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৫ জুলাই 'Superb' নামের একটি ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও ক্লিপ পোস্ট করে লেখা হয় "বন্যার ত্রাণের ট্রাক উল্টে ভয়ঙ্কর খাদে! সিলেটের বন্যায় সাহায্য করতে গিয়ে বিশাল বড় দুর্ঘটনা"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন
এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটির পোস্টে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি বাংলাদেশের নয় বরং ২০২১ সালে ভারতের নাগাল্যান্ড রাজ্যে ঘটা একটি দূর্ঘটনার পর ট্রাককে টেনে তোলার।

ভাইরাল ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করার পর, "abu metha" নামে একটি টুইটার একাউন্টে ফেসবুক ভিডিওর অনুরূপ একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। টুইট থেকে জানা যায়, ঘটনাটি ভারতের নাগাল্যান্ড রাজ্যে ঘটা একটি দুর্ঘটনার। ভিডিওটি দেখুন--

এই সূত্র ধরে সার্চ করার পর, ইউটিউবে "Avoyi lohe" নামের একটি চ্যানেলে ভাইরাল ভিডিওটির হুবহু বড় ভার্সন খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওর বিবরণ থেকে জানা যায়, ঘটনাটি নাগাল্যান্ডের কুটসাপো গ্রামের। ভিডিওটি দেখুন--

Full View

আরো ভালোভাবে সাদৃশ্য বোঝার জন্য ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--

ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (বামে) এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশট (ডানে)

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ভিত্তিক সংবাদমাধ্যম ইস্ট মোজো-এ ২০২১ সালের ১০ জানুয়ারি "Watch: Locals in Nagaland village pull truck from gorge with rope" শিরোনামে প্রকাশিত এই ঘটনা সংক্রান্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, তৎকালে আদা বোঝাই একটি ট্রাক নাগাল্যান্ডের কুটসাপো গ্রামের নিকট দুর্ঘটনার কবলে পড়ে গভীর খাদে পড়ে যায়। পুলিশ প্রশাসনের অপেক্ষা না করে এসময় গ্রামবাসীরা এগিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে বাঁশের সাহায্যে ট্রাকটিকে উদ্ধার করে আনে। এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পরে ইন্টারনেটে। ওই প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি পড়ুন এখানে

অর্থাৎ ভিডিওটি বাংলাদশের সিলেটের নয় বরং ভারতের নাগাল্যান্ড রাজ্যের।

সুতরাং ভারতের নাগাল্যান্ড রাজ্যের একটি ভিডিওকে বাংলাদেশের সিলেটের দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories