সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে, ১৯৯৯ সালে চেচেনের এক লোককে কুরআন তেলাওয়াতের কারণে তার স্ত্রীর সামনে গুলি করে হত্যা করে ইউক্রেন সেনারা ভিডিওটি সেই ঘটনার। ভিডিওতে এক দম্পতিকে সামারিক পোশাক পরা কিছু ব্যক্তি কর্তৃক নির্যাতিত হতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২১ মার্চ 'Moin' নামের ফেসবুক পেজ থেকে ক্লিপটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয় "১৯৯৯ সালে চেচেনের এক লোককে কুরআন তেলাওয়াতের কারণে তার স্ত্রীর সামনে গুলি করে হত্যা করে ইউক্রেন সেনারা পরে তার স্ত্রী প্রতিবাদ করায় তাঁকেও হত্যা করে। ভিডিও কালেক্টেড" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
কিন্তু বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মূলত, দ্য সার্চ নামের একটি ফরাসি চলচ্চিত্রের ক্লিপকে বিভ্রান্তিকরভাবে ইউক্রেনের সৈন্যদের হাতে চেচেন দম্পতির হত্যা বলে দাবি করা হচ্ছে।
ইনভিড টুল দিয়ে ভিডিওটি কী-ফ্রেমে কেটে রিভার্স ইমেজ সার্চ করলে, ইউটিউবে " Французский фильм о Чечне. "Поиск" / "The Search ( স্বয়ংক্রিয় অনুবাদ- French film about Chechnya. "Поиск" / "The Search". "শিরোনামে একটি চলচ্চিত্র খুঁজে পাওয়া যায়। এই চলচ্চিত্রটিরই শুরুর ৩ মিনিট ৩৮ সেকেন্ডের পর থেকে প্রায় ৬ মিনিট পর্যন্ত অংশে ভাইরাল ফেসবুক পোস্টের ক্লিপটি দৃশ্যমান। ইউটিউব ভিডিওর বিবরণ থেকে জানা যায়, অস্কার জয়ী ফরাসি পরিচালক Michel Hazanavicius যুদ্ধ বিদ্ধস্ত চেচনিয়ার প্রেক্ষাপটে ২০১৪ সালে 'দ্য সার্চ' নামের এই চলচ্চিত্রটি নির্মাণ করেন।
সুতরাং, ইউক্রেন সেনা কর্তৃক একজন মুসলিম দম্পতিকে হত্যা করার দৃশ্য দাবি করে ফরাসি চলচ্চিত্রের অংশ প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।