HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

পাকিস্তানের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হননি মোহাম্মদ রিজওয়ান

বুম বাংলাদেশ দেখেছে, বাবরের পদত্যাগের পর টেস্টে শান মাসুদ এবং টি-২০ ফরমেটে শাহিন আফ্রিদিকে অধিনায়ক নিয়োগ দেওয়া হয়।

By - Mamun Abdullah | 22 Nov 2023 1:28 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপ, পেজ ও আইডি থেকে পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ানের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তাকে পাকিস্তান ক্রিকেট টিমের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১৬ নভেম্বর 'খেলার সময়' নামের একটি গ্রুপে 'ফিলিস্তিন আমার' নামের একটি আইডি থেকে ক্রিকেটার রিজওয়ানের একটি ছবি পোস্ট করে লেখা হয়, "অভিনন্দন। পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।" নিচে স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। পাকিস্তান ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক বাবর আজমের পদত্যাগের ঘোষণার পর মোহাম্মদ রিজওয়ানকে নয়; বরং নতুন অধিনায়ক হিসেবে টেস্ট ফরমেটে শান মসুদ এবং টি-২০ ফরমেটে শাহিন শাহ আফ্রিদিকে নিয়োগ দেওয়া হয়। তবে ওয়ানডে ক্রিকেটে এখনো কাউকে অধিনায়ক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিয়োগ দেয়ার কোনো খবর গণমাধ্যমে পাওয়া যায়নি।

কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি পাকিস্তান ক্রিকেট টিমের কোনো ফরমেটেই মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার কোনো প্রতিবেদন খুঁজে পাওয়াা যায়নি। তবে, Shan Masood appointed Test and Shaheen Shah Afridi T20I captain শিরোনামে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে একটি ১৫ নভেম্বর প্রকাশিত হওয়া প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, "পিসিবি শান মাসুদকে পাকিস্তান ক্রিকেট দলের (পুরুষ) টেস্ট অধিনায়ক এবং শাহীন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে।" স্ক্রিনশট দেখুন---


একই দিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত 'Pakistan Cricket Team' নামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে Presenting our captains শিরোনামে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়, "শান মাসুদ টেস্ট অধিনায়ক নিযুক্ত হয়েছেন এবং শাহীন শাহ আফ্রিদি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন।" নিচে পোস্টটি দেখুন--

Full View

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর নিজের ভেরিফায়েড টুইটার পোস্টে পাকিস্তান ক্রিকেট টিমের সকল (ওডিআই, টি-২০ এবং টেস্ট) ফরমেট থেকে অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন বাবর আজম। একইদিন লাহোরে অবস্থিত পাকিস্তান ক্রিকেট বোর্ডের হেডকোয়ার্টারে গিয়ে বোর্ড কর্মকর্তাদের সঙ্গে সভা করে সেখান থেকে নিজের পদত্যাগের কথা জানান তিনি। এরপরই শান মাসুদকে টেস্ট এবং শাহিন শাহ আফ্রিদিকে টি-২০ ফরমেটের আধিনায়ক হিসেবে নিযুক্ত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে, ওয়ান ডে ফরমেটে পাকিস্তানের নতুন অধিনায়ক হিসেবে এখনো কাউকে নিযুক্ত করার কোনো খবর গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।।  

অর্থাৎ পাকিস্তান ক্রিকেট দলের সদস্য মোহাম্মদ রিজওয়ানকে সম্প্রতি কোনো ফরমেটে অধিনায়ক হিসেবে নিযুক্ত করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সুতরাং মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তান ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories