HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওতে দৃশ্যমান নারী ডিবি প্রধান হারুনের স্ত্রী নন

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটিতে দৃশ্যমান নারী মূলত সোনাডাঙ্গা থানার সাবেক উপপরিদর্শক সোবহান মোল্লার দ্বিতীয় স্ত্রী।

By - Md Abdullah Khan | 17 Jan 2023 6:07 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, পুলিশের এসপি হারুনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁর দ্বিতীয় স্ত্রী এবং এই প্রসঙ্গে হারুন নিজেই বক্তব্য দিয়েছেন। ভিডিওটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার বর্তমান প্রধান মোহাম্মদ হারুন অর রশীদকে দেখা যায় এবং শিশু কোলে এক নারীকে তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতেও দেখা যায়। এমন দুটি পোস্টের লিংক দেখুন এখানে এবং এখানে

গত ১৫ জানুয়ারি 'MR News' নামের একটি ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয় "১ম স্ত্রী রেখে গোপনে ২য় বিয়ে করলো | এসপি হারুনের বিরুদ্ধে অভিযোগ | মুখ খুললো এসপি হারুন নিজেই"। পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটিতে দৃশ্যমান নারী ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বর্তমান প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের স্ত্রী নন বরং খুলনার সোনাডাঙ্গা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) সোবহান মোল্লার দ্বিতীয় স্ত্রী। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ২০২২ সালের নভেম্বর মাসে স্ত্রীর করা যৌতুক ও হত্যাচেষ্টা মামলায় সোবহান মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ভিডিওটি থেকে কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করার পর, ২০২২ সালের ১৭ নভেম্বর 'Khulna Journal' নামে একটি ইউটিউব চ্যানেলে "যৌতুকের মামলায় খুলনা সোনাডাঙ্গা থানার সাবেক এসআই সোবহান জেলে" শিরোনামে আপলোড করা ভিডিওতে আলোচ্য ফেসবুক পোস্টে দৃশ্যমান নারীকেও দেখতে পাওয়া যায়। বক্তব্যের এক পর্যায়ে ঐ নারী 'সোনাডাঙ্গা থানার' কথা উল্লেখ করেন। ভিডিওর বিবরণে লেখা হয়েছে, খুলনার সোনাডাঙ্গা থানার সাবেক এসআই সোবহান মোল্লার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ভিডিওটি দেখুন--

Full View

সার্চ করার পর দেশীয় সম্প্রচার মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে "জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ" ক্যাপশনে এই ঘটনার প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা গত ১৮ নভেম্বর পোস্ট করা হয়। দেখুন--

Full View

অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনে "স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা" শিরোনামে ২০২২ সালের ১৭ নভেম্বর প্রকাশিত এই ঘটনা সম্পর্কিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, তৎকালে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ খুলনার সোনাডাঙ্গা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) সোবহান মোল্লা আত্মসমর্পণ করার পর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনালের বিচারক আবদুস ছালাম খান। আদালতের এই আদেশের আগ পর্যন্ত সোবহান মোল্লা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন। এর আগে ২০২১ সালের ১৫ ডিসেম্বর সোবহান মোল্লার বিরুদ্ধে ওই আদালতে মামলা করেন তাঁর দ্বিতীয় স্ত্রী ফারজানা। স্ক্রিনশট দেখুন--


এছাড়া খবরটি চ্যানেল২৪ অনলাইনেও প্রকাশিত হয়েছে এবং সোবহান মোল্লার জামিন সংক্রান্ত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ ভিডিওতে দেখতে পাওয়া নারী ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের স্ত্রী নন বরং খুলনার সোনাডাঙ্গা থানার সাবেক উপপরিদর্শক (এসআই) সোবহান মোল্লার দ্বিতীয় স্ত্রী।

সুতরাং বর্তমানে কারাগারে থাকা খুলনার সোনাডাঙ্গা থানার সাবেক উপপরিদর্শকের দ্বিতীয় স্ত্রীর ভিডিওকে বিভ্রান্তিকরভাবে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের স্ত্রী দাবি করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।

Tags:

Related Stories