সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপ থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস’র কর্ণধার মার্ক জাকারবার্গের সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) একাউন্টের একটি পোস্টের স্ক্রিনশট পোস্ট করে বলা হচ্ছে, গতকাল ৫ মার্চ রাতে ফেসবুকের আকস্মিক কারিগরি ত্রুটির সময়ে সবাইকে চিল করার কথা বলেছেন মার্ক জাকারবার্গ। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
৫ মার্চ 'বাংলাদেশ টিভি' নামের একটি পেজ থেকে এমন একটি পোস্ট করে সেখানে লেখা হয়, "সবাইকে চিল করতে বললেন,মার্ক জাকারবার্গ।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সবাইকে চিল করতে বললেন এমন দাবি করে ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস’র কর্ণধার মার্ক জাকারবার্গ এক্স (সাবেক টুইটার) একাউন্ট বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্ট থেকে কোনো পোস্ট করেননি। বরং যে আইডি থেকে টুইট করা হয়েছে সেটি এক প্যারোডি একাউন্ট।
কি-ওয়ার্ড সার্চ করে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে ফেসবুক বন্ধ হওয়ার পর সবাইকে চিল করতে বলেছেন মার্ক জাকারবার্গ--এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে আলোচ্য দাবিটির অনুরূপ সামাজিক মাধ্যম এক্স এ মার্ক জাকারবার্গের নামে একটি একাউন্টে গিয়ে পোস্টটি খুঁজে পাওয়া যায়। একাউন্টটি ভেরিফায়েড হলেও সেটি 'Mark Zuckerberg (Parody)' হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ ব্রাকেটে স্পষ্টভাবেই Parody শব্দটি উল্লেখ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
উক্ত একাউন্ট থেকেই ৫ মার্চ ৯টা ৩৯ মিনিটে আলোচ্য পোস্টটি করা হয়েছে, যখন ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল। যেই পোস্টে বলা হয়, "Chill guys. Wait few minutes everything will be solved. @Meta @facebook @instagram" অর্থাৎ সবাই চিল করেন। কিছুক্ষণ অপেক্ষা করুন সবকিছু ঠিক হয়ে যাবে। পোস্টটি দেখুন--
মার্ক জাকারবার্গ কি টুইটার ব্যবহার করেন?
কি-ওয়ার্ড সার্চ করে "Mark Zuckerberg's first tweet in over a decade is playful jab at Elon Musk's Twitter" শিরোনামে 'CBS News' এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, এক দশক পর মার্ক জাকারবার্গ প্রথম টুইটারে পোস্ট করেছেন। অর্থাৎ ২০১২ সালের ৯ জানুয়ারির পর তার সর্বশেষ পোস্টটি করা হয় ২০২৩ সালের ৬ জুলাই।
CBS News- এর প্রতিবেদনের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে এক্স এ Mark Zuckerberg এর একাউন্টটি খুঁজে পাওয়া যায়। যদিও একাউন্টটি ভেরিফায়েড নয়। একাউন্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ২০১২ সালের ৯ জানুয়ারি থেকে ১১ বছর পর ২০২৩ সালের ৬ জুলাই একটি পোস্ট করা হয়। যদিও ওই একাউন্ট থেকে এর পরে আর কোনো পোস্ট করতে দেখা যায়নি। স্ক্রিনশট দেখুন--
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে মার্ক জাকারবার্গের ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস একাউন্টে সবাইকে চিল করার আহবান জানিয়েছেন--এমন কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ সবাইকে চিল করা নিয়ে কোনোকিছু বলেননি মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
প্রসঙ্গত হঠাৎ করেই বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ও থ্রেডস সাময়িকভাবে বন্ধ ছিল। মেসেঞ্জার ব্যবহারেও সমস্যা দেখছিল ব্যবহারকারীরা। বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টার পর থেকে এই সমস্যাটির সম্মুখীন হয় ব্যবহারকারীরা। যদিও ঘণ্টা খানেক পরেই সমস্যাটির সমাধান হয়ে যায়।
সুতরাং মার্ক জাকারবার্গ সবাইকে চিল করার কথা জানিয়েছেন দাবিতে পোস্ট করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।