HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মাহিয়া মাহির সিনেমার ভিডিও বিভ্রান্তিকর দাবিতে প্রচার

বুম বাংলাদেশে দেখেছে, আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওটি মাহির স্বপ্নবাজ সিনেমার একটি দৃশ্য।

By - Mamun Abdullah | 31 Dec 2023 10:25 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে ঢাকাই সিনেমার অভিনেত্রী মাহিয়া মাহির একটি সিনেমার দৃশ্যের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, অতিরিক্ত নির্বাচনী প্রচারণার জন্য পাগল হয়ে গেছেন এমপি প্রার্থী মাহিয়া মাহি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ২৭ ডিসেম্বর 'Bengali Entertain' নামের একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "অতিরিক্ত নির্বাচন প্রচারনার কারনে এমপি মাহিয়া মাহি এখন অনেকটাই পাগল, সবার দোয়া পার্থি।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে মাহিয়া মাহির একটি সিনেমার দৃশ্য উপরে এবং সম্প্রতি তাঁর নির্বাচনী প্রচারণার একটি ভিডিও নিচে যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য পোস্টে উল্লেখিত মাহিয়া মাহির নির্বাচনী প্রচারণায় হতাশ হয়েছেন এমন কোনো খবর পাওয়া যায়নি। বরং তিনি নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে প্রতিদিন সময় পার করছেন বলে তার অফিশিয়াল ফেসবুক পোস্টে একাধিক পোস্ট খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন-- 


এদিকে, আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ওই ভিডিওতে উপর এবং নিচে দুইটি ভিডিও সম্পাদনার মাধ্যমে যুক্ত করে তৈরি করা হয়েছে। ওপরের অংশে দেখা যায়, তিনি হতাশাগ্রস্থ অবস্থায় ধুমপান করছেন। যেখানে তাকে পাগলের দৃশ্যে দেখা গেছে। অন্যদিকে, নিচের অংশে বোরকা পরিধান করে তিনি নির্বাচনের উদ্দেশ্যে প্রচার-প্রচারণা করছেন। 

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভিডিও এর উপরের অংশটি রায়হান রাফীর পরিচালনায় 'স্বপ্নবাজী' সিনেমার একটি দৃশ্য থেকে নেওয়া হয়েছে বলে প্রতিবেদন পাওয়া যায়। ২৯ ফেব্রুয়ারি ২০২০ সালে প্রকাশিত 'BIJOY TV' নামের ইউটিউব চ্যানেলের "কেন এতো ধুমপান করছেন মাহি ? স্বপ্নবাজী। Mahiya Mahi" শিরোনামের এক প্রতিবেদনে ওই সিনেমায় মাহিয়া মাহির ধুমপানের দৃশ্যের ব্যাপারে খবর প্রকাশ করা হয়। দেখুন-- 

Full View

অন্যদিকে, আলোচ্য ভিডিওর দ্বিতীয় বা নিচের অংশে প্রচারিত দৃশ্যটি ডিবিসি টিভির ২৬ ডিসেম্বর পোস্টকৃত এক প্রতিবেদনের সঙ্গে মিল পাওয়া যায়। যেখানে মাহিকে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ভোটারদের কাছে যেতে দেখা যায়। ভিডিও প্রতিবেদনটি দেখুন--

Full View

অর্থ্যাৎ মাহিয়া মাহির সিনেমার একটি দৃশ্য এবং তার নির্বাচনী প্রচারণার দৃশ্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া মাহি। প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক তাকে ট্রাক প্রতীক দেওয়া হয়। প্রতীক পেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তিনি।

সুতরাং মাহিয়া মাহির এক সিনেমার দৃশ্যের ভিডিও যুক্ত করে, তা বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।

Related Stories