সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন একাউন্ট থেকে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের ওপেনার কুশল মেন্ডিসের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরণের ফরমেট থেকে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৮ জুন 'MD Moniruzzaman' নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "ব্রেকিং নিউজ। শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের ওপেনার কুশল মেন্ডিস সমস্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচ্য দাবিটি প্রচার করা হচ্ছে। শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের ওপেনার কুশল মেন্ডিস আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরমেট থেকে অবসরের ঘোষণা দেননি। মূলত একটি সার্কাজম পোস্টকে কেন্দ্র করে আলোচ্য দাবিটি ছড়িয়ে পড়ে।
আলোচ্য দাবির প্রেক্ষিতে কি-ওয়ার্ড সার্চ করে শ্রীলঙ্কার গণমাধ্যম ও আন্তর্জাতিক খেলাধুলা ভিত্তিক গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি, কুশল মেন্ডিসের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়েও এ ধরণের কোনো ঘোষণা পাওয়া যায়নি। পাশাপাশি শ্রীলঙ্কার ক্রিকেট দলের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে 'Sri lankan Cricket Sarcasm' নামের একটি স্যাটায়ার পেজ থেকে কুশল মেন্ডিসের একটি ছবি দিয়ে গত ২৪ জুন একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেখানে লেখা হয়, "Srilankan national cricket team opener Kusal Mendis Announced his retirement from all international cricket." পরবর্তীতে ওই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হতে দেখা যায়। যদিও আলোচ্য পোস্টের কমেন্টে ওই পেজের পক্ষ থেকেই লেখা হয়, "Source - Don't Trust me bro facebook page😌." স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ একটি স্যাটায়ার পোস্ট থেকে আলোচ্য দাবিটি সঠিক খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সুতরাং শ্রীলঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিসের অবসরের ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।