সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে নিয়োগ বিজ্ঞপ্তির একটি ফটোকার্ড পোস্ট করে বলা হচ্ছে, শিক্ষা প্রকল্পের শিশু ও গণশিক্ষা কার্যক্রম চাকরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৭ মার্চ 'একাত্তর ডট কম শাহজাদপুর' নামের একটি পেজ থেকে এমন একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, "জাইকা শিক্ষা প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সার্কুলার।" ফটোকার্ডটির উপরে জাইকার লোগো উল্লেখ করা আছে। এছাড়াও নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "জাইকা বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি সাহায্য-সংস্থা। জাইকা স্কুলে বিভিন্ন পদের জন্য যোগ্য মহিলা ও পুরুষ নিয়োগ করা হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে পদের পাশে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে। অনলাইন (Online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহনযোগ্য হবে না। উল্লেখ্য যে, নির্বাচিত প্রার্থীদের কর্মস্থান নিজ জেলায় রাখা হবে। আগ্রহী প্রার্থীদের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি এবং পদের নাম সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এই ই-মেইলে hr.edpdepartment@gmail.com পাঠাতে হবে। পরবর্তীতে নির্বাচিত প্রার্থীদের ই- মেইল/ ফোনের মাধ্যমে জানানো হবে। শুধুমাত্র যোগ্য ও নির্বাচিত প্রার্থীকে ৩০০/- টাকা ব্যাংক ড্রাফট বাবদ জমা দিতে হবে।" নিচে স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, "জাইকা শিক্ষা প্রকল্পের শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিয়োগ" শীর্ষক কোনো নিয়োগ বিজ্ঞপ্তি জাইকার বাংলাদেশ অফিস প্রকাশ করেনি। এছাড়া, ভাইরাল বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জাইকার ওয়েবসাইটেও নিশ্চিত করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে জাইকার অফিশিয়াল ওয়েবসাইটের বাংলাদেশ সেকশনে "জাইকা শিক্ষা প্রকল্পের শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিয়োগ" শীর্ষক কোনো নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
তবে, ওয়েবসাইটে ফেক রিক্রুটমেন্টের ব্যাপারে একটি সতর্কতামূলক নোটিশ খুঁজে পাওয়া যায়। যে নোটিশে বলা হয়েছে, জাইকার নামে একটি ভুয়া চাকরির বিজ্ঞাপন আমাদের নজরে এসেছে। যেটা সম্প্রতি কিছু পত্রিকায় প্রকাশিত হয়েছে। JICA-তে চাকরির সুযোগের জন্য আবেদন করার সময় দয়া করে সতর্ক থাকবেন। স্ক্রিনশট দেখুন--
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে জাইকার অফিশিয়াল ওয়েবসাইটের বাংলাদেশ সেকশনের 'Activities in Bangladesh' পেজে শিক্ষা বিষয়ক নানা ধরণের প্রকল্পের ব্যাপারে তথ্য খুঁজে পাওয়া যায়। কিন্তু ওই প্রকল্পগুলোর মধ্যে 'শিশু ও গণশিক্ষা কার্যক্রম' নামে কোনো প্রকল্প খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও ভাইরাল হওয়া নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ইমেইল এড্রেসটি হল hr.edpdepartment@gmail.com এবং ঠিকানা দেওয়া আছে ঢাকার লালমটিয়া। যেখানে সার্চ করে জাইকার অফিশিয়াল ওয়েবসাইটের বাংলাদেশ সেকশনে গিয়ে পাওয়া প্রদর্শিত ইমেইলটি হচ্ছে- bd_oso_rep@jica.go.jp অর্থাৎ জাইকা তার নিজস্ব ওয়েবসাইটের ই-মেইল ঠিকানা ব্যবহার করে গুগল ই-মেইল বা জিমেইল ব্যবহার করে না। আর ঠিকানা চতুর্থ তলা, বে’স গ্যালারিয়া, ৫৭ গুলশান অ্যাভিনিউ (সিডব্লিউএস–এ১৯), গুলশান–১, ঢাকা–১২১২। স্ক্রিনশট দেখুন--
এছাড়া, নানাভাবে সার্চ করেও ঢাকার লালমাটিয়ায় জাইকার কোনো অফিসের খোঁজ পাওয়া যায়নি।
অর্থাৎ শিশু ও গণশিক্ষা শীর্ষক কোনো শিক্ষা প্রকল্পে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেয়নি জাইকা।
সুতরাং জাইকা শিক্ষা প্রকল্পের আওতায় শিশু ও গণশিক্ষা কার্যক্রমে নিয়োগের নামে যে 'জব সার্কুলার' প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা প্রতারণামূলক।