সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ, আইডি এবং গ্রুপে ক্রিকেটার জাহানারা আলমের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি বিপিএল-২০২৪ এর অন্যতম ধারাভাষ্যকার হিসেবে থাকবেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১০ জানুয়ারি 'Stories With Noman' নামের ফেসবুক পেজ থেকে ছবি পোস্ট করে তার ক্যাপশনে বলা হয়, "বিপিএল ২০২৪ এ উপস্থাপক হিসেবে থাকবেন প্রমীলা ক্রিকেটার জাহানারা আলম।” ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। গত ১৭ জানুয়ারি বিপিএল-২০২৪ এর ধারাভাষ্যকারদের একটি তালিকা প্রকাশ করেছে বিপিএল অফিশিয়াল ফেসবুক। যেখানে জাহানারা আলমের নাম নেই। এছাড়া, খবরটি ভুয়া বলেও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
কি-ওয়ার্ড সার্চ করে গত ১৭ জানুয়ারি "The voices that bring the game to life - Meet the Commentators of BPL 10th Edition 2024!” ক্যাপশন দিয়ে ‘BPL - Bangladesh Premier League" অফিশিয়াল পেজ থেকে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে ৯ জন ধারাভাষ্যকারের নামের তালিকা পাওয়া যায়। যেখানে জাহানারা আলমের নাম খুঁজে পাওয়া যায়নি। পোস্টটি দেখুন--
আরো কি-ওয়ার্ড সার্চ করে "ধারাভাষ্য দেবেন জাহানারা, জানেন না তিনিই" শিরোনামে 'প্রতিদিনের বাংলাদেশ' পত্রিকার অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, "২০২৪ সালের আসরে উপস্থাপক অথবা ধারাভাষ্যকার হিসেবে থাকবেন জাহানারা আলম- এমন একটি গুঞ্জন উঠেছে। এ বিষয়ে জানানারা বলেন, নিজেই জানেন না এমন কিছু। বলেছেন খবরটি ভুয়া।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ বিপিএলের দশম আসরে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন না ক্রিকেটার জাহানারা আলম।
সুতরাং ক্রিকেটার জাহানারা আলম বিপিএলের দশম আসরে উপস্থাপক হিসেবে থাকছেন দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।