সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি গানের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, গানটি বিখ্যাত মার্কিন পপ সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের প্রকাশ হতে না দেয়া একটি গান। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২১ জানুয়ারি 'Mahfuz Mamun Khan' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, "মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান যেটা ইহুদী রা প্রকাশ হতে দেয়নি।" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিডিওর সাথে যুক্ত করা গানটি পাকিস্তানি বংশদ্ভূত কানাডিয় গায়ক ও গীতিকার ইরফান মাক্কির গাওয়া।
ভাইরাল ভিডিওটিতে দৃশ্যমান গানের কথার সূত্র ধরে সার্চ করার পর, ইউটিউবে "Irfan Makki - Waiting For The Call | Official Lyric Video" শিরোনামে ২০১২ সালের ২৯ জুলাই আপলোড করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
ইউটিউবে ডিসক্রিপশন অংশ থেকে জানা যায়, 'আই বিলিভ' নামের অ্যালবামের পাকিস্তানি বংশদ্ভূত কানাডিয় গায়ক ও গীতিকার ইরফান মাক্কির গাওয়া 'ওয়েটিং ফর দ্য কল' গানটির কথা লিখেছেন, ইরফান মাক্কি ও বারা খেরেগি। গানটির সুর করেছেন যৌথভাবে ইরফান মাক্কি ও মাহির জান। ভিডিওটির সত্ত্ব 'অ্যাওকেনিং রেকর্ডস'-এর।
'Waiting For The Call' গানের ডিসিক্রিপশন থেকে নেয়া স্ক্রিনশট
সুতরাং ইরফান মাক্কি'র গাওয়া গানকে মার্কিন সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের 'প্রকাশ না হতে দেয়া' গান বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে; যা বিভ্রান্তিকর।