HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভারতীয় অভিনেতা অভিষেক ব্যানার্জীকে শাকিব খান দাবিতে প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওতে দৃশ্যমান ভারতীয় অভিনেতা অভিষেক ব্যানার্জীকে বাংলাদেশের শাকিব খান দাবি করে প্রচার করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 15 Aug 2023 6:06 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপ ও পেজে একটি ছবি শেয়ার করে বলা হচ্ছে, ছবিটিতে ভারতীয় অভিনেতা রাজপাল যাদবের সাথে ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান উপস্থিত আছেন। এরকম দুটি পোস্ট দেখুন এখানেএখানে

গত ৮ আগস্ট 'টিম শাকিব খান (TEAM SHAKIB KHAN)™🇧🇩' নামের একটি ফেসবুক গ্রুপে 'Shakib Khan Tsm' নামের একটি আইডি থেকে ভারতের অভিনেতা রাজপাল যাদবসহ দু'জন ব্যক্তির একটি ছবি পোস্ট করে বলা হয়, "রিসেন্ট ক্লিকে শাকিব খানের সাথে বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল ইয়াদব!/#SK/#ShakibKhan/#bollywood"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


অর্থাৎ ছবিটিতে ভারতীয় অভিনেতা রাজপাল যাদবের সাথে বাংলাদেশের অভিনেতা শাকিব খান উপস্থিত আছেন বলে দাবি করা হচ্ছে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবিতে অভিনেতা রাজপাল যাদবের সাথে উপস্থিত আছেন বলিউডেরই আরেক অভিনেতা অভিষেক ব্যানার্জী।

ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে ভারতের বিখ্যাত কমেডি অভিনেতা রাজপাল যাদবের অফিসিয়াল ভেরিফায়েড ইনস্টাগ্রাম একাউন্ট rajpalofficial-এ "Gaane aaya na aaye Gaana chahiye, kya bolte ho ?!?!😂😂🤣 #rajpalyadav #abhishekbanerjee #comedyreels #instareels #instagood #funnyvideos #funnyreels" ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে উপস্থিত ব্যক্তি এবং আলোচ্য ছবিতে উপস্থিত ব্যক্তিদের ভিতরে হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ইন্সটাগ্রামে প্রাপ্ত ভিডিওটি দেখুন--

এদিকে, উক্ত ইন্সটাগ্রাম পোস্টে "nowitsabhi" নামে একটি ভেরিফায়েড ইন্সটাগ্রাম একাউন্টকে ট্যাগ করতে দেখা যায়। ওই একাউন্ট ঘুরে দেখা যায়, এটি অভিনেতা অভিষেক ব্যানার্জী পরিচালনা করেন। এছাড়া, রাজপাল যাদবের অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করা ভিডিওটি ওই আইডি থেকেও শেয়ার করতে দেখা যায়। অভিষেক ব্যানার্জীর ইন্সটাগ্রাম একাউন্টের স্ক্রিনশট দেখুন--


এবারে ভিডিওটি থেকে নেয়া দুটি স্ক্রিনশট (বামে) ও আলোচ্য পোস্টে যুক্ত দুটি ছবি (ডানে) পাশাপাশি দেখুন--


অর্থাৎ ভারতের অভিনেতা রাজপাল যাদবের সাথে দৃশ্যমান ব্যক্তি শাকিব খান নন বরং অভিনেতা অভিষেক ব্যানার্জী।

সুতরাং ভারতীয় অভিনেতা অভিষেক ব্যানার্জীকে বাংলাদেশের শাকিব খান বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories