সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ, গ্রুপ এবং আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ইন্ডিয়া। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২১ নভেম্বর Emon Talukdar নামের একটি পেজ থেকে পোস্ট করে বলা হয়, "বাংলাদেশের ভিসা পাসপোর্ট বন্ধ করে দিলো ইন্ডিয়া এখন আমাদের কি হবে।” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি ভিত্তিহীন। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করার এমন কোনো তথ্য দুই দেশের গণমাধ্যম, ঢাকায় ভারতের হাইকমিশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজ এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যমগুলোতে সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের ভিসা বন্ধ করে দেওয়ার বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ ঘোষণা করলে তা গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হওয়ার কথা। এমনকি ভারতীয় হাই কমিশন, ঢাকা এর ওয়েবসাইটে এ ধরণের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি ওয়েবসাইটের মিডিয়া সেন্টার-এ সর্বশেষ তথ্যটি আপডেট করা হয়েছে গত ৬ অক্টোবরে। স্ক্রিনশট দেখুন--
এদিকে আরো সার্চ করে ভারতের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশের ভিসা বন্ধ বা নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো ধরণের নোটিশ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। এমনকি ওয়েবসাইটে সম্প্রতি পাঞ্জাব ইস্যুতে কানাডা সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বেশ কয়েকটি সংবাদ বিজ্ঞপ্তি থাকলেও বাংলাদেশের ব্যাপারে কোনো ধরণের তথ্য খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
অন্যদিকে, এ বিষয়ে আরও জানতে কি-ওয়ার্ড সার্চ করে ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) এর ওয়েবসাইটে গিয়েও বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। বরং ভিসা আবেদনের সব প্রক্রিয়া স্বাভাবিক ও আগের মতই বিদ্যমান রয়েছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বন্ধ করার দাবিটি সত্য নয়।
এছাড়া, কোনো কারণে বাংলাদেশিদের জন্য ভারত ভিসা বন্ধ করেছে কিনা তা জানতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করেছে বুম বাংলাদেশ। হাইকমিশন থেকে প্রয়োজনীয় তথ্য পেলে প্রতিবেদনটি আপডেট করে দেয়া হবে।
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক দেশকে হারিয়ে ষষ্ঠবারের মতো কাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। এই ম্যাচে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের বড় একটি অংশ ভারতের বিপক্ষ দলকে সমর্থন করলে সেটি গণমাধ্যমেও খবর হয়। এ নিয়ে প্রতিক্রিয়া জানায় ভারতের বিভিন্ন পেশার মানুষ। আলোচনা সমালোচনার মধ্যে অনেকেই বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধেরও দাবি জানান। যদিও এমন কোনো সিদ্ধান্ত ভারত সরকারের পক্ষ থেকে আসেনি।
সুতরাং বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ধ করে দেওয়া নিয়ে ভিত্তিহীন তথ্য ফেসবুকের বিভিন্ন পেজ ও আইডি থেকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।