HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সম্প্রতি পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হননি ইমরান খান

বুম বাংলাদেশ দেখেছে, পাকিস্তানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিলেও এখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

By - Mamun Abdullah | 9 Dec 2023 12:12 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা  হচ্ছে, ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২৭ নভেম্বর 'ABM.Official' নামের একটি পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে তাতে লেখা হয়, "আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইমরান খান।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বরং ২০২২ সালে অনুষ্ঠিত পাকিস্তানের সংসদীয় উপ-নির্বাচনে ইমরান খানের জয়ে তার সমর্থকদের উল্লাসের ভিডিও পোস্ট করে আলোচ্য দাবিটি করা হচ্ছে।

কি ওয়ার্ড সার্চ করে "ভোটের ফলাফল প্রকাশ, বিশাল জয় ইমরানের' ইমরান খানের খবর | পাকিস্তানের খবর ,imran khan" শিরোনামে G-NEWS TV নামের একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ২০২২ সালের ১৬ অক্টোবর প্রচারিত ওই প্রতিবেদনটির সঙ্গে সম্প্রতি প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ওই বছরের ১৬ অক্টোবর নির্বাচনে প্রকাশিত সংসদীয় আসনের ভোটের ফলাফলে ইমরান খান বিপুল ভোটে জয়লাভ করেছেন। পোস্টটি দেখুন-- 

Full View

কি ওয়ার্ড সার্চ করে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসিপি) সদস্যরা। সুতরাং সম্প্রতি দেশটিতে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। মূলত আলোচ্য ভিডিওটি ২০২২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত উপনির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জয়ের পর তাঁর সমর্থকদের উদ্‌যাপনের। ২০২২ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত এই উপনির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনের ছয়টিতেই জয়লাভ করেন ইমরান খান।

অর্থাৎ ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি সম্প্রতি ইমরান খানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ারও নয়।

সুতরাং সাম্প্রতিক নির্বাচনে ইমরান খান পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে প্রচার করা যাচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories