HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

টাকা নিয়ে হিরো আলমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবিটি সঠিক নয়

বুম বাংলাদেশ দেখেছে, টাকা নিয়ে নয় বরং নির্বাচন সুষ্ঠু হয় না মন্তব্য করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন হিরো আলম।

By - Mamun Abdullah | 21 Dec 2023 2:24 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, টাকা নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন হিরো আলম। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানেএখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ১৪ ‍ডিসেম্বর বেসরকারি সম্প্রচার মাধ্যম 'Rtv । আরটিভি' নামের ভেরিফায়েড পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করে তাতে বলা হয়, "টাকা নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন হিরো আলম!" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন---


আরটিভির এই ফটোকার্ড পোস্ট করার পর, পোস্টের কমেন্ট সেকশনে ব্যবহারকারীদের বিভ্রান্ত হয়ে মন্তব্য করতে দেখা যায়। ব্যবহারকারীরা হিরো আলমের টাকা নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে নানা ধরণের মন্তব্য করেন। দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। উক্ত দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে হিরো আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে টাকার কাছে তিনি বিক্রি হননি বলে একটি ভিডিও পোস্ট করে গুজবের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথমত, "টাকা নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন হিরো আলম!" শিরোনামে আরটিভি ফটোকার্ড ও নিউজ প্রকাশ করলেও তাদের নিউজের বিস্তারিত অংশে গিয়ে দেখা যায় সেখানে ভিন্ন তথ্য দেয়া। সেখানে বলা হয়, টাকা নিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন হিরো আলম এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে, তা নাকচ করে ভিন্ন বক্তব্য দেন হিরো আলম। আরটিভি নিউজের বিস্তারিত অংশের স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আরটিভি তার সংবাদের বিস্তারিত অংশে সঠিক তথ্য তুলে ধরলেও শিরোনাম ও ফটোকার্ডে দেয়া তথ্যটি বিভ্রান্তিকর এবং এতে ব্যবহারকারীরাও বিভ্রান্তিতে পড়েছেন।

দ্বিতীয়ত, এ বিষয়ে সার্চ করে হিরো আলমের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি বলেন, "হিরো আলম টাকার কাছে বিক্রি হয় না।” ওই ভিডিওতে তিনি বলেন, “হিরো আলম টাকার কাছে বিক্রি হয় না। এই নির্বাচন কতটা সুষ্ঠু হয় তা হিরো আলম প্রমাণ করে দিয়েছে যে, নির্বাচন সুষ্ঠু হয় না।” ভিডিওটি দেখুন--

Full View

এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে, হিরো আলমের নির্বাচনে থাকার বিষয়ে বিভিন্ন প্রতিবেদন পাওয়া যায়। গত ১৭ ডিসেম্বর "সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের নির্বাচনে হিরো আলম" শিরোনামে বিজনেস স্টান্ডার্ড পত্রিকার অনলাইনে একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, "আমি নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এখন নির্বাচনে থাকব। এবারও হিরো আলমের ওপর হামলা হবে, মার হবে। তিন দফা নির্বাচন করেছি, তিন দফাই আমাকে মারধর করা হয়েছে।" স্ক্রিনশট দেখুন-- 


অর্থাৎ টাকা নিয়ে নয় বরং নির্বাচন সুষ্ঠু হয়না এমন মন্তব্য করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন হিরো আলম। 

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে হিরো আলম নিজের প্রার্থীতা ঘোষণার পর তিনি সম্প্রতি বয়কটের ঘোষণা দেন। এরপর তার বিরুদ্ধে টাকার বিনিময়ে নির্বাচন থেকে সরে যাওয়া নিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট করেন। যদিও ১৭ ডিসেম্বর তিনি সংবাদ সম্মেলনে পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি গণমাধ্যমকে জানান

সুতরাং, হিরো আলম টাকার বিনিময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে।

Related Stories