ফেক নিউজ

মহানবী (সা.) এর নয় বরং এটি সুফি আব্দুল কাদের জিলানী (র.) এর কবর

বুম বাংলাদেশ দেখছে, ইরাকের বাগদাদে অবস্থিত সুফি ব্যক্তিত্ব আবদুল কাদের জিলানি (র.) কবরের ভিডিও এটি।

By - Md Abdullah Khan | 30 July 2022 8:44 AM IST

মহানবী (সা.) এর নয় বরং এটি সুফি আব্দুল কাদের জিলানী (র.) এর কবর

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মহানবী (সা.) এর রওজা মোবারকের ভিডিও এটি। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে কবর জিয়ারত করতে দেখা যায়। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২৫ জুলাই 'Bhuiyan Law Academy-ভূঁইয়া ল' একাডেমী' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "আমার প্রানপ্রিয় নবী আল্লাহর হাবীবের রওজা মোবারক।" পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে
পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটির বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি মহানবী (সা.) এর রওজা মোবারকের নয় বরং ইরাকের বাগদাদে অবস্থিত কাদেরিয়া সুফি তরিকার প্রবর্তক আবদুল কাদের জিলানি (র.) এর মাজারের। 

ভিডিওটিতে থেকে কী ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করার পর, "تـوسـر مـحـمـد" নামের একটি ইউটিউব চ্যানেলে ফেসবুকে ভাইরাল ভিডিওটির একটি লম্বা ভার্সন খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে-"الضريح المقدس + عبد القادر الجيلاني ـ رحمه الله" স্বয়ংক্রিয় অনুবাদ- "The Holy Shrine + Abdul Qadir Al-Jilani - May his soul rest in peace." ভিডিওটি দেখুন--

Full View

ইউটিউবের এই ভিডিওর সাথে ফেসবুকে ভাইরাল ভিডিওটির হুবহু মিল আছে। ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--

ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (বামে) এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশট (ডানে)

পাশাপাশি, ফেসবুক ভিডিওটির ৪৩ সেকেন্ডের থেকে আরবি লেখাসহ একটি নীল কাপড় সমাধিটিকে ঢেকে রাখা অবস্থায় দেখা যায়। বুম বাংলাদেশ একজন আরবি শিক্ষকের সহায়তায় আরবি লেখাটির অনুবাদ করে দেখে কাপড়ে লেখা আছে, "তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের নির্দেশনায়, ১৪৪০ হিজরিতে, তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিআইকেএ) দ্বারা আবদুল কাদির আল-জিলানির সমাধিতে, উপহার হিসেবে এই পর্দা উপহার দেওয়া হয়েছিল"। আবার, ভাইরাল ভিডিওটিতে ২ মিনিট থেকে জিয়ারত রত ব্যক্তিদের দোয়ায়ও আব্দুল কাদের জিলানী (র.) এর নাম উচ্চারণ করতে শোনা যায়। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

এছাড়াও, বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে প্রচারিত একাধিক ভিডিওতে হযরত আব্দুল কাদের জিলানী (র.) এর মাজারের যে দৃশ্য দেখা যায় তার সাথে বর্তমানে ফেসবুক ভাইরাল ভিডিওটির সাদৃশ্য বিদ্যমান। এমন একটি ভিডিও দেখুন--

Full View

অর্থাৎ ভিডিওতে দেখতে পাওয়া জায়গাটি মহানবী (সা.) এর রওজা মোবারকের নয় বরং ইরাকের বাগদাদে অবস্থিত কাদেরিয়া সুফি তরিকার প্রবর্তক আবদুল কাদের জিলানি (র) এর মাজারের। গুগল ম্যাপে মাজারের অবস্থান দেখুন এখানে

সুতরাং সুফি আব্দুল কাদের জিলানী (র.) এর মাজারকে মহানবী (সা.) এর রওজা দাবি করা হচ্ছে সামজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Related Stories