সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপ এবং আইডি থেকে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি চলতি বিপিএল-এ রংপুর রাইডার্স এর দলে খেলবেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফেব্রুয়ারি 'The Sports Jogoth' নামের একটি গ্রুপ থেকে 'Sabbir Bin Abu Taleb' নামের আইডি থেকে পোস্ট করে বলা হয়, "রংপুরের হয়ে বিপিএল মাতাতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল!" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে দাবিটি প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে, চলতি আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রেঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে খেলার জন্য গ্লেন ম্যাক্সওয়েলের সাথে কোনো চুক্তি হয়নি। অন্যদিকে, রংপুর রাইডার্সের অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত দাবিটি মিথ্যা বলে একটি পোস্টে নিশ্চিত করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির ব্যাপারে কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি। যদিও, গত ৮ ফেব্রুয়ারি ফ্রেঞ্চাইজি 'রংপুর রাইডার্স' এর অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, যেখানে বলা হয়, "গ্লেন ম্যাক্সওয়েলকে বিপিএল খেলার জন্য কোন প্রস্তাবই দেয়নি রংপুর রাইডার্স, ম্যাক্সওয়েলও আগ্রহ দেখাননি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ভুল খবর পরিবেশিত হচ্ছে। নতুন কোন ক্রিকেটার দলে যুক্ত হলে, রংপুর রাইডার্সের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে তা জানিয়ে দেয়া হয়। অসত্য, ভুল, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন থেকে সবাই বিরত থাকি।" পোস্টটি দেখুন--
কি ওয়ার্ড সার্চ করে আরটিভি অনলাইনে "প্লে-অফে রংপুরের শক্তি বাড়াতে আসছেন ৪ বিদেশি" শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি রংপুর রাইডার্স নতুন করে চার বিদেশি খেলোয়াড় ইমরান তাহির, জেমস নিশাম, রেজা হেনড্রিকস, টম মুরসকে দলে ভিড়িয়েছেন। তবে এখানে গ্লেন ম্যাক্সওয়েলের নাম নেই। স্ক্রিনশট দেখুুন--
অর্থাৎ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল চলতি বিপিএল-এ রংপুর রাইডার্সের হয়ে খেলবেন না।
সুতরাং গ্লেন ম্যাক্সওয়েল চলতি বিপিএল-এ রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।