সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি অসুস্থ শিশু ও তার অভিভাবকের ছবি পোস্ট করে শিশুটির জন্য অর্থ সাহায্য আবেদন করা হচ্ছে, ভাইরাল পোস্টগুলোতে শিশুটির নাম সোহেল বলে লেখা হয়েছে। পরিচয় হিসাবে লেখা হয়েছে শিশুটির বাবার নাম মোতালেব হোসেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ, উপজেলার কাকিনা ইউনিয়নের বানিনগর গ্রামে তার বাড়ি। বলা হয়েছে, শিশুটি লিভার টিউমারে আক্রান্ত এবং আর্থিক সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবা দাতা প্রতিষ্ঠান বিকাশ ও নগদ নম্বরও জুড়ে দেয়া হয়েছে পোস্টে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৯ ফেব্রুয়ারি 'Taronno Torup' নামের একটি ফেসবুক আইডি থেকে করা এরকম একটি পোস্ট নিচের স্ক্রিনশটে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর ও প্রতারণাপূর্ণ। মূলত, মেঘা নামে ভারতীয় এক শিশুর ছবি দিয়ে বাংলাদেশের সোহেল বলে দাবি করা হচ্ছে এবং ভাইরাল পোস্টে যুক্ত করা মুঠোফোন নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে।
রিভার্স ইমেজ সার্চ করে ভারতের তহবিল সংগ্রহকারী প্রতিষ্ঠান কিটো-এর ( www.ketto.org) ওয়েবসাইটে "YAs My Baby Struggles To Live- We're Unable To Afford Her Transplant. Help!!' শিরোনামে একটি নিবন্ধে ছবিগুলো খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, শিশুটির নাম মেঘা এবং শিশুটি পিত্তাশয়ে (Gallbladder) জটিলতায় আক্রান্ত হয়ে একটি হাসপাতালে ভর্তি আছে। নিবন্ধে প্রমাণ হিসাবে হাসপাতালের ব্যবস্থাপত্র যুক্ত করে দেয়া হয়েছে। স্ক্রিনশট দেখুন--
ব্যবস্থাপত্রের স্ক্রিনশট--
পাশাপাশি, ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মটির অফিশিয়াল ফেসবুক একাউন্টেও শিশুটির জন্য অর্থ সহায়তা চেয়ে পোস্ট করতে দেখা গেছে। দেখুন--
অর্থাৎ নিশ্চিতভাবেই ছবিটি বাংলাদেশি কোন শিশুর নয়।
সুতরাং ভারতীয় শিশুর ছবি জুড়ে দিয়ে তাকে বাংলাদেশি শিশু দাবি করে সামাজিক মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য ছাড়াই আর্থিক সহায়তার আবেদন জানানো হচ্ছে, যা প্রতারণাপূর্ণ।