সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে একটি অসুস্থ শিশুর ভিডিও আপলোড দিয়ে তার চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হচ্ছে। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ মার্চ 'Sharmin Jahan Mim' নামের ফেসবুক আইডি থেকে একটি গ্রুপে অসুস্থ শিশুর একটি ভিডিও পোস্ট করে করে বলা হয়, শিশুটির নাম নিরব, তার চিকিৎসার জন্য ২ লাখ টাকা প্রয়োজন। আরো বলা হচ্ছে, হত দরিদ্র পিতা মুহাম্মদ নূরুল ইসলামের সন্তান নিরব হার্টে ছিদ্র নিয়ে জন্ম গ্রহণ করে, ডাক্তারের পরামর্শে তার সুস্থতার জন্য দ্রুত অপারেশন প্রয়োজন। নূরুল ইসলামের ঠিকানা হিসেবে কুড়িগ্রাম, উলিপুর, ধরণীবাড়ি ইউনিয়ন ও মধুপর ডাক্তার পাড়া গ্রাম উল্লেখ করা হয়। পাশাপাশি আর্থিক সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের নম্বর যুক্ত করা হয়েছে। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। অসুস্থ শিশুর এই ভিডিওটি হিন্দি সহ ভিন্ন ভাষার একাধিক ফেসবুক পেজ ও আইডিতে পাওয়া গেছে, যা ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আপলোড করা হয়েছে। তবে শিশুটির নাম পরিচয় সেসব স্থানে উল্লেখ করা হয়নি।
ভিডিওটির কী ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করার পর, এটি 'जनता लाइव' নামের একটি ফেসবুক পেজে খুঁজে পাওয়া গেছে, যা ২০২০ সালের ২৯শে ফেব্রুয়ারি আপলোড করা হয়েছে। ফেসবুক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি ভারত থেকে ১৪ জন ব্যক্তি কর্তৃক পরিচালিত হিন্দি ভাষা ভিত্তিক একটি পেজ। দেখুন ফেসবুক পেজটির 'Page transparency' অংশের স্ক্রিনশট--
উক্ত ফেসবুক পোস্টটি দেখুন--
এর চারদিন আগে অর্থাৎ ওই বছরের ২৫শে ফেব্রুয়ারি 'Shahkot Lions Page' নামের আরেকটি ফেসবুক পেজ থেকে আপলোড ভিডিওটি আপলোড হতে দেখা গেছে। অনলাইনে অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই পেজ থেকেই সর্ব প্রথম ভিডিওটি আপলোড করা হয়। গুগল ট্রান্সলেশনের অটো ল্যাঙ্গুয়েজ ডিটেকশন অনুযায়ী এই পেজটি পাঞ্জাব ভাষা ভিত্তিক। দেখুন পোস্টটি--
অর্থাৎ অসুস্থ শিশুটির এই ভিডিওটি দুই বছরেরও বেশি সময় আগ থেকে ভারত থেকে পরিচালিত ভিন্ন ভাষার ফেসবুক পেজে পাওয়া গেছে। এতে সাধারণভাবে অনুমেয় যে ভিডিওটি সাম্প্রতিক অসুস্থ কোনো শিশুর হওয়ার সম্ভব না।
এছাড়া, আলোচ্য ফেসবুক পোস্টে শিশুটি কোথায় চিকিৎসাধীন রয়েছে কিংবা তার কোন মেডিকেল ডকুমেন্ট উল্লেখ করা হয়নি।
এদিকে, অধিকতর অনুসন্ধানের স্বার্থে বুম বাংলাদেশ উক্ত পোস্টে উল্লেখিত মোবাইল নম্বরে কল দিয়ে নম্বরটি বন্ধ পেয়েছে।
সুতরাং অজ্ঞাত পরিচয়ের একটি শিশুর ভিডিওকে কুড়িগ্রামের নিরব দাবি করে আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।