সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ ও বাংলাদেশের চিত্রনায়ক রিয়াজের। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ৩ জুলাই "Elias vai fansツ" নামে একটি ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "ইউরোপের রাজার সাথে আর্জেন্টিনিয়ান বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজ এর সৌজন্য সাক্ষাৎ❤️"। উক্ত ছবিটিতে আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ ও বাংলাদেশের চিত্রনায়ক রিয়াজ দৃশ্যমান। ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি এডিটেড। সম্প্রতি বাংলাদেশ ভ্রমণকালে আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজের সাথে ভিন্ন এক ব্যক্তির তোলা একটি ছবিকে এডিট করে নায়ক রিয়াজের ছবি বসানো হয়েছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন পোর্টাল আই নিউজের ওয়েবসাইটে "এমিলিয়ানো মার্টিনেজ : নিরব ঢাকা সরব কলকাতা" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে আলোচ্য ছবিটির মত একটি ছবি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
উক্ত কোলাজ ছবিটির ডান পাশের ছবি (বামে) এবং আলোচ্য ছবিটির (ডানে) ভিতরে সাদৃশ্যগুলো দেখুন--
অর্থ্যাৎ উক্ত ছবিটিকে এডিট করে মার্টিনেজের সাথের ব্যক্তির মাথার স্থলে এডিট করে নায়ক রিয়াজের মাথা বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
আরো সার্চ করে দৈনিক পত্রিকা সমকালের অনলাইন ভার্সনে "ঢাকায় এসেই যে নাম মুখস্ত করলেন মার্টিনেজ" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে আলোচ্য ছবিটির মত একটি আংশিক ছবি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
উল্লেখ্য গত ৩ জুলাই আর্জেন্টিনার ফুটবলার এবং দেশটির জাতীয় দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ঢাকায় আসেন। ওইদিন ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি।
অর্থ্যাৎ ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজের ঢাকায় আসার পর তার সাথে এক ব্যক্তির তোলা ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং একটি এডিটেড ছবিকে মার্টিনেজের সাথে চিত্রনায়ক রিয়াজের ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।