সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর ছবি সহ ব্যাংক নোটের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ব্রিটেনের ৫০ পাউন্ডের নোটে জগদীশ চন্দ্র বসুর ছবি যুক্ত করা হবে। কোন কোন পোস্টে আবার একটি বাংলা প্রতিবেদনের ছবির অংশ জুড়ে দেয়া হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৬ ডিসেম্বর 'মানি এক্সচেঞ্জ' নামের ফেসবুক আইডি থেকে এমন দুটি ছবি পোস্ট করে লেখা হয় "ইউ কে ব্রিটেনে 50 পাউন্ড মূদ্রার নোটে যুক্ত হচ্ছে বিশিষ্ট বিজ্ঞানী ও সনাতনী সম্প্রদায়ের অহংকার স্যার, জগদীশ চন্দ্র বসুর ছবি। স্যার জগদীশ চন্দ্র বসু একাধারে পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও জীববিজ্ঞানী এবং প্রথম কল্পবিজ্ঞান রচয়িতা। অবিভক্ত ভারত তথা বর্তমান বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে ১৮৩৮ সালের ৩০ নভেম্বর এই বিশ্যবরেণ্য সনাতনী প্রানপুরুষ জন্মগ্রহন করেন। জন্মসূত্রে বাঙালি হিন্দু এই বিশিষ্ট বিজ্ঞানী।" স্ক্রিনশট দেখুন-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবির বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর। ব্রিটেনের ৫০ পাউন্ডের নোটে ছাপানোর জন্য বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুর নামে মনোনয়ন পত্র জমা পড়লেও যাচাই বাছাই শেষে গণিতজ্ঞ অ্যালেন টুরিং-এর (Alan Turing) ছবি রাখার সিদ্ধান্ত নেয় ব্যাংক অব ইংল্যান্ড কর্তৃপক্ষ।
একাধিক কিওয়ার্ড সার্চ করে, ভারতীয় সংবাদমাধ্যম News18-এর ২০১৮ সালে ২৬ নভেম্বর প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালে ব্যাংক অব ইংল্যান্ড কর্তৃপক্ষ ব্রিটেনের ইতিহাসে উল্লেখ্যযোগ্য অবদান রাখা বিজ্ঞানী ও আবিষ্কারকদের মধ্যে একজনের ছবি ২০২০ সালে ছাপানোর জন্য ৫০ পাউন্ডের বিশেষ নোট রাখার সিদ্ধান্ত নেয়। কর্তৃপক্ষ থেকে জানা যায় যে, তৎকালে এই প্রক্রিয়ার অংশ হিসাবে কয়েকশো বিজ্ঞানীর পাশাপাশি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নামেও মনোনয়ন পত্র জমা পড়েছিল ব্যাংক অব ইংল্যান্ডের দফতরে। স্ক্রিনশট দেখুন--
এই সূত্র ধরে সার্চ করার পর, সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে ২০১৯ সালের ৩ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে এই প্রক্রিয়ার আপডেট জানা যায়। "Alan Turing, not Jagadish Chandra Bose, to appear on £50 note" শিরোনামে প্রকাশিত উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, জগদীশচন্দ্র বসুর নাম মনোনীত হলেও ৫০ পাউন্ডের নোটে শেষ পর্যন্ত গণিতজ্ঞ অ্যালেন টুরিং-এর ছবি রাখার সিদ্ধান্ত হয়।
ব্যাংক অব ইংল্যান্ডের ওয়েবসাইটে ২০১৯ সালের ১৫ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকেও বিষয়টি নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ। স্ক্রিনশট দেখুন--
সুতরাং জগদীশ চন্দ্র বসুর ছবি ব্রিটেনের ৫০ পাউন্ডের নোটে থাকবে বলে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে ফেসবুকে।