সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর শেয়ার করা হচ্ছে যার শিরোনামে বলা হচ্ছে, মারা গেছেন নায়ক ফারুক। দেখুন এমন দুটি পোস্ট এখানে এবং এখানে।
গতকাল ২ আগস্ট 'প্রতিদিনের চাকরির খবর' নামের ফেসবুক গ্রুপে একটি খবর প্রকাশ করা হয় যার শিরোনাম ছিল, 'মারা গেছেন জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক'। অর্থাৎ গতকাল প্রকাশিত এই খবরে বলা হচ্ছে, বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক এবং ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন। দেখুন খবরটির ফেসবুক পোস্টের স্ক্রিনশট--
পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে। খবরটির বিস্তারিত আর্কাইভ করা আছে এখানে। খবরটির বিস্তারিত স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরের শিরোনামটি বিভ্রান্তিকর। শিরোনামে নায়ক ফারুকের মারা যাওয়ার খবর প্রকাশ করা হলেও খবরটির বিস্তারিত অংশে বলা হয়, খবরটি গুজব। খবরটিতে নায়ক ফারুকের পুত্র রওশন হোসেন পাঠানের বরাতে বলা হয়, নায়ক ফারুকের বেশ কিছুদিন জ্ঞান ছিল না, তবে এখন তার জ্ঞান আছে। তার বাবা মারা যাননি। তাছাড়া চিকিৎসকদের দাবি, তিনি সুস্থ হয়ে উঠবেন। অর্থাৎ শিরোনামে নায়ক ফারুকের মৃত্যুর খবর প্রচার করা হলেও বিস্তারিত অংশে বলা হচ্ছে ঠিক উল্টো কথা।
কিন্তু সার্চ করে দেখা গেছে, মূলত বার্তা২৪ ডট কম নামক অনলাইন পোর্টালের নায়ক ফারুকের মৃত্যুর গুজব সংক্রান্ত প্রতিবেদনের একটি অংশ হুবহু নতুন করে প্রকাশ করা হয়েছে ভাইরাল খবরটিতে। 'বেঁচে আছেন ফারুক' শিরোনামের সেই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল গত ৮ এপ্রিল, ২০২১। দেখুন সেই প্রতিবেদনটির স্ক্রিনশট--
মূলত গত এপ্রিলে সামাজিক মাধ্যমগুলোতে নায়ক ফারুকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মূলধারার সংবাদমাধ্যমগুলোতে এটিকে 'স্রেফ গুজব' হিসেবে চিহ্নিত করে খবর প্রকাশ করে। সেসময়ে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন দেখুন এখানে--
প্রতিবেদনটি পড়ুন এখানে।
তাছাড়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত মূলধারার গণমাধ্যমে নায়ক ফারুকের মৃত্যু সংক্রান্ত কোনো খবর খুজে পায়নি বুম বাংলাদেশ। তার শারীরিক অবস্থা সংক্রান্ত সর্বশেষ খবরটি প্রকাশিত হয় দ্য ডেইলি স্টারে। 'আইসিইউতে ৪ মাস নায়ক ফারুক' শিরোনামে গত ২৯ জুলাই প্রকাশিত সেই খবরটি--
অর্থাৎ বিভ্রান্তিকর শিরোনামে পুরনো খবর নতুন করে প্রচার করে নায়ক ফারুকের মৃত্যুর ভুয়া খবর প্রচার করা হচ্ছে।