HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ডিবি পুলিশের বরাতে ফেসবুকে ভুয়া সতর্কবার্তা প্রচার

ডিবি পুলিশ এরকম কোনো সতর্কবার্তা প্রচার করেনি বলে বুম বাংলাদেশকে ডিবি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

By - Ummay Ammara Eva | 24 Oct 2023 6:59 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও গ্রুপে থেকে পোস্ট করে বলা হচ্ছে, বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে 'Coca cola', 'Pepsi' বা পানীয় জাতীয় কোন জিনিস না খেতে অনুরোধ করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে। এই পানীয়গুলোতে 'HIV Blood' মিশিয়ে দেওয়া হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। এছাড়াও, এই একই দাবি ২০১৭ সালেও প্রচারিত হয়েছে। দেখুন এখানে

গত ১২ সেপ্টেম্বর 'Class 9-10 Science Group 2024' নামে একটি ফেসবুক গ্রুপে 'M S Samim' নামে একটি আইডি থেকে পোস্ট করে বলা হয়, "সতর্ক বার্তা : বাংলাদেশ ডিবি পুলিশের কাছ থেকে এই massageটা পুরো দুনিয়ার জন্য দেওয়া হয়েছে!! আগামি কয়েক সপ্তাহ Coca cola বা Pepsi অথবা পানীয় জাতীয় কোন জিনিস যা বাজারে পাওয়া যায় সেই সব জিনিস খাবেন না!! কারন এতে কেউ HIV Blood মিশিয়ে দিয়েছে এটা ভারতের 'এন ডি' টি ভি তে দেখানো হয়েছিল!! দয়া করে সব বন্ধুদের শেয়ার করে একজন দায়িত্ববান নাগরিকের ভূমিকা পালন করুন।।দয়া করে এটি delete করার আগে, তোমার বন্ধুদের সাহায্য করো এটি পাঠিয়ে। 16 কোটি বাংলাদেশীদের কাছে পৌঁছে দাও। এটি কাউকে সাহায্য করতে পারে। যতবেশি সম্ভব এটি Forword করো। দয়াকরে এটি পরো ও পাঠাও আমেরিকান ডাক্তাররা মানুষের শরীরে এক নতুন ক্যান্সার খুঁজে পেয়েছেন যার কারন Silver Nitro Oxide. যখন তুমি মোবাইল কার্ড নোখ দিয়ে ঘসিয়ে তোলো তখন এটি তোমার শরীরে স্কিন ক্যান্সারের কারণ হয়ে দাড়াতে পারে।এটি Share করো যাদের তুমি ভালোবাসো। বাম কানে ফোনে কথা বলো। ঠান্ডা পানি দিয়ে ঔষধ খেও না। ৫টার পরে ভারী খাদ্য খেও না। রাতের চেয়ে দিনে পানি বেশি পান করো। ঘুমানোর উত্তম সময় হলো রাত ১০টা হতে ভোর ৪টা। চার্জের বাতি যখন শেষ দাগে তখন কোনো কল ধরোনা এই সময় রেডুএশন অন্যান্য সময়ের চেয়ে ১০০০ গুন বেশি থাকে। তুমি কি এটি তাদের পাঠাতে পারবে যাদের তুমি আদর,যন্ত, বা ভালোবাসো? আমি করেছি, উদারতা কিছু নয় কিন্তু জ্ঞান হলো শক্তি। জরূরী আমেরিকান ক্যামিকাল রিসার্চ সেন্টার: প্লাস্টিকের কাপে চা খেওনা এবং পোলেথিন পেপার এ কোনো ফল খেওনা কারন এর দ্বারা ৫২ ধরনের ক্যান্সার হতে পারে। তাই এই সুন্দর একটি এস এম এস ১০০ খারাপ এস এম এস থেকে উত্তম। দয়াকরে এটি পাঠাও যাদের তুমি যত্ন করো। অনুরোদ ক্রমে Bangladesh army"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, পোস্টের দাবিটি সঠিক নয়। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ থেকেও এরকম কোনো বক্তব্যের সত্যতা নেই বলে নিশ্চিত করা হয়েছে।

কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম NDTV-র ওয়েবসাইটে কোমল পানীয়তে এইচআইভি তথা এইডসের জীবানুযুক্ত রক্ত মিশিয়ে দেওয়ার কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--


এছাড়া, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করেও বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের বরাতে এরকম কোনো সংবাদ বাংলাদেশের কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, আলোচ্য দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ ব্যাপারে জানতে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিটেকটিভ ব্রাঞ্চ) সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (উত্তর) ইউনিটের উপকমিশনার তারেক আহমেদ দাবিটি সম্পূর্ণ ভুয়া উল্লেখ করে বুম বাংলাদেশকে জানান, এ ধরণের কোনো সতর্কবার্তা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি।

অর্থাৎ বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের বরাতে কোকাকোলা ও পেপসি সহ কোমল পানীয়তে এইচআইভিযুক্ত রক্ত মিশিয়ে দেওয়ার ভুয়া দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories