সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সনের একটি খবরের স্ক্রিনশট সদৃশ একটি ছবি পোস্ট করা হচ্ছে। যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য দিয়ে খবরের শিরোনামে লেখা রয়েছে, ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাশে থাকার অঙ্গিকার করেছে বিএনপি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৮ অক্টোবর 'Ayesha Rahman' নামের একটি আইডি থেকে স্ক্রিনশটটি পোস্ট করে লেখা হয়, "ইজরায়েলে হামাসের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশে থাকাবে বাংলাদেশ জাতীয়তাবাদি দল।" নিচে স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, প্রথম আলোর একটি খবরের স্ক্রিনশটকে এডিট করে আলোচ্য ছবিটি বানানো হয়েছে। এছাড়া, প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও আলোচ্য স্ক্রিনশটটি নকল ও ভুয়া বলে পোস্ট করে জানানো হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবি সম্পর্কে প্রথম আলোর ওয়েবসাইটে কোনো ধরণের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজেও ভাইরাল হওয়া খবরের শিরোনামে কোনো প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, আলোচ্য স্ক্রিনশটের সঙ্গে প্রথম আলোর ওয়েবসাইটের একটি খবরের ডেস্কটপ ভার্সন থেকে নেয়া একটি স্ক্রিনশটের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। কি-ওয়ার্ড সার্চ করে গত ৫ অক্টোবর ‘প্রধানমন্ত্রী আমেরিকা থেকে খালি হাতে ঘুরে এসেছেন: মির্জা ফখরুল’ শিরোনামে প্রকাশিত খবরটির ডেক্সটপ ভার্সন থেকে স্ক্রিনশট নিয়ে এটি এডিট করেই আলোচ্য স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে। প্রথম আলোর ডেস্কটপ ভার্সন থেকে নেয়া স্ক্রিনশট (বামে) ও আলোচ্য (এডিটেড) ছবিটি (ডানে) দেখুন পাশাপাশি--
প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিএনপির চট্টগ্রাম রোডমার্চ কর্মসূচিতে মির্জা ফখরুলের বক্তব্য দেওয়ার ছবি, খবরের শিরোনামের সাব-হেডলাইন এবং নিজস্ব প্রতিবেদকের সাথে আলোচ্য স্ক্রিনশট খবরের ছবিটির সঙ্গে মিল রয়েছে। এতে বোঝা যায়, উক্ত খবরটির ডেস্কটপ ভার্সন থেকে স্ক্রিনশট নিয়ে এডিটের মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচ্য ছবিটি বানানো হয়েছে।
এদিকে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে প্রথম আলোর নামে ছড়ানো এই খবরটি মিথ্যা প্রচারণা বলে উল্লেখ করে আলোচ্য স্ক্রিনশটের ছবি ও তথ্য নকল বলে নিশ্চিত করা হয়েছে। প্রথম আলোর ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি প্রথম আলোর একটি খবরের স্ক্রিনশটকে এডিট করে তৈরি করা হয়েছে।
সুতরাং প্রথম আলোর লোগোসহ একটি খবরের স্ক্রিনশটকে এডিট করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া মন্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।