সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সনের একটি খবরের স্ক্রিনশট সদৃশ একটি ছবি পোস্ট করা হচ্ছে। যেখানে খবরের শিরোনামে লেখা রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফ্রান্স প্রবাসী অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৩০ সেপ্টেম্বর 'Rajneeti - রাজনীতি' নামের একটি ফেসবুক পেজ থেকে পোস্টটি করে এমন একটি ছবি পোস্ট করে লেখা হয়, "তারেক রহমান ও পিনাকী ভট্টাচার্যকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। #তারেকরহমান #পিনাকীভট্টাচার্য #ভিসানিষেধাজ্ঞা #যুক্তরাষ্ট্র #মামলা #খালেদাজিয়া #ছাত্রদল #কর্মসূচি #যুবদল #ভারপ্রাপ্ত #পরিকল্পনা #বিচারবহির্ভূত #চেয়ারম্যান #ভিসানীতি।" নিচে স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, প্রথম আলোর একটি খবরের স্ক্রিনশটকে এডিট করে আলোচ্য ছবিটি বানানো হয়েছে। এছাড়া, প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও আলোচ্য স্ক্রিনশটটি নকল ও ভুয়া বলে পোস্ট করে জানানো হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবি সম্পর্কে প্রথম আলোর ওয়েবসাইটে কোনো ধরণের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ফেসবুক পেজে ভাইরাল হওয়া খবরের শিরোনামে কোনো প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, আলোচ্য স্ক্রিনশটের সঙ্গে প্রথম আলোর ওয়েবসাইটের একটি খবরের মোবাইল ভার্সন থেকে নেয়া একটি স্ক্রিনশটের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। যদিও, প্রথম আলোর ওয়েবসাইটের প্রতিটি পূর্ণাঙ্গ প্রতিবেদনের শিরোনামের শেষে প্রতিবেদক এবং নির্দিষ্ট সময় ও তারিখ উল্লেখ করা হলেও ভাইরাল হওয়া স্ক্রিনশটের শিরোনামের পর কোনো ধরণের সময় ও তারিখ উল্লেখ নেই। প্রথম আলোর ওয়েবসাইট থেকে ধারণ করা একটি খবরের স্ক্রিনশট (বামে) এবং ভাইরাল হওয়া ছবিটি (ডানে) পাশাপাশি দেখুন--
এদিকে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে প্রথম আলোর নামে ছড়ানো এই খবরটি মিথ্যা প্রচারণা বলে উল্লেখ করে আলোচ্য স্ক্রিনশটের ছবি ও তথ্য নকল বলে নিশ্চিত করা হয়েছে। প্রথম আলোর ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ প্রথম আলোর একটি খবরের স্ক্রিনশটকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং প্রথম আলোর লোগোসহ একটি খবরের স্ক্রিনশটকে এডিট করে তারেক রহমান ও পিনাকী ভট্টাচার্যকে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।