HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

সমাবেশ নিয়ে বিএনপির নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার

বুম বাংলাদেশ দেখেছে, সমাবেশে অংশগ্রহণকারীদের পরিবার থেকে বিদায় নিয়ে আসার কোনো বিজ্ঞপ্তি দেয়নি বিএনপি।

By - Mamun Abdullah | 28 Oct 2023 1:45 AM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বিএনপির লোগো যুক্ত করে তৈরি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি পোস্ট করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে অংশগ্রহণকারীদের নিজ পরিবারের সদস্যদের কাছ থেকে শেষ বিদায় নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

২৬ অক্টোবর 'Pran Nath Roy' নামের একটি আইডি থেকে প্রেস বিজ্ঞপ্তিটি পোস্ট করে লেখা হয়, "অক্টোবর ২৪, ২০২৩, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র প্রেস বিজ্ঞপ্তি — আগামী ২৮ অক্টোবর ২০২৩, শনিবার রাজধানী ঢাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে যোগদানের আগে যেসকল নেতাকর্মীরা ঢাকায় আসবেন, তারা তাদের পরিবারের নিকট থেকে বিদায় নিয়ে আসবেন। আমাদের প্রতিজ্ঞা হবে এই ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করার জন্যে প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিবো। আমাদের মৃত্যু হলেও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ । ঢাকার মহাসমাবেশে দেশব্যাপী সর্বস্তরের মানুষসহ দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের যোগদান করে ১ দফা দাবি আদায়ে দলের পক্ষ থেকে সোচ্চার আওয়াজ তোলার জন্য উদাত্ত আহবান জানানো হলো। বার্তা প্রেরক, (এ্যাডভোকেট রুহুল কবির রিজভী), সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য সংবাদ বিজ্ঞপ্তিটি ভুয়া। বিএনপি এ ধরণের কোনো সংবাদ বিজ্ঞপ্তি দেয়নি বলে নিশ্চিত করেছে। 

কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য সংবাদ বিজ্ঞপ্তির অনুরূপ বিএনপির মিডিয়া সেল এবং ভেরিফায়েড ফেসবুক পেজে কোনো বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়নি। তবে, বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজ BNP Media Cell এ আলোচ্য বিজ্ঞপ্তিটিকে ভুয়া উল্লেখ করে একটি পোস্ট দিতে দেখা যায়। এতে বলা হয়, "দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এর স্বাক্ষর জাল করে বানোয়াট ও ভূয়া প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে ছড়ানো হয়েছে। জনমনে বিভ্রান্তি তৈরীর জন্যই স্বার্থান্বেষী মহলের এটি একটি চক্রান্ত মাত্র। ২৮শে অক্টোবরের সমাবেশকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া প্রেস বিজ্ঞপ্তিটি ফেসবুকে ছড়ানো হয়েছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ সর্বস্তরের মানুষকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।" পোস্টটি দেখুন---

Full View


অর্থাৎ ২৮ অক্টোবরের সমাবেশে অংশগ্রহণকারীদের নিজ পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নেওয়ার নির্দেশনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি দেয়নি বিএনপি।

সুতরাং বিএনপির লোগো যুক্ত প্যাডে এডিট করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকার।

Related Stories