সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে দৈনিক আমার দেশ পত্রিকার লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। ওই ফটোকার্ডে বলা হয়, বঙ্গবন্ধুর হত্যাকারী মেজর (পরবর্তীতে লে. কর্ণেল) শরিফুল হক ডালিম বলেছেন, ৭১ এ জামায়াতের ভূমিকা নিয়ে জাতির কাছে ক্ষমা চায়নি এটা আমাকে এখনো পীড়া দেয়। মুজিবকে বিদায় করেছি কিন্তু জাতিকে কলঙ্কমুক্ত পুরোপুরি করতে পারিনি। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৬ জানুয়ারি 'Hannanur Rahman Sumon' নামের একটি আইডি থেকে একটি ফটোকার্ড পোস্ট করে বলা হয়, "রাজনীতি কে পুজি করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করবে যে সব ভূইফর নামসর্বস্ব অরাজনৈতিক দল সমগ্র জাতি ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করবেন ইনশাআল্লাহ।" উক্ত ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "৭১ এ জামায়াতের ভূমিকা নিয়ে জাতীর কাছে ক্ষমা চায়নি এটা আমাকে এখনো পীড়া দেয়। মুজিব কে বিদায় করেছি কিন্তু জাতীকে কলঙ্ক মুক্ত পুরোপুরি করতে পারিনি।- মেজর ডালিম বীর উত্তম"। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। দৈনিক আমার দেশ পত্রিকা এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বলে বুম বাংলাদেশকে গণমাধ্যমটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি প্রকাশের তারিখ হিসেবে ৫ জানুয়ারি ২০২৫ লেখা রয়েছে। কি-ওয়ার্ড সার্চ করে আমার দেশ পত্রিকার ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে উক্ত তারিখ এবং সাম্প্রতিক তারিখের সংবাদ সন্ধান করে ভাইরাল ফটোকার্ডটি পাওয়া যায়নি।
এছাড়া কি-ওয়ার্ড সার্চ করে ভাইরাল ফটোকার্ড সম্পর্কিত খবর অন্য কোনো সংবাদমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, এ ব্যাপারে জানতে আমার দেশ পত্রিকার নিউজ এডিটর ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি ভাইরাল ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেন এবং এটিকে ভুয়া বলে চিহ্নিত করেছেন।
অর্থাৎ দৈনিক আমার দেশ পত্রিকা এমন কোনো ফটোকার্ড তৈরি বা খবর প্রকাশ করেনি।
সুতরাং আমার দেশ পত্রিকার লোগো যুক্ত করে ভুয়া তথ্য দিয়ে বানানো ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।