সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি'র লোগো যুক্ত একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে, যেখানে ফুটবল কিংবদন্তী পেলের ছবি যুক্ত করে লেখা হয়েছে জুলেরিমে ট্রফিকে ফিফা ওয়ার্ল্ডকাপ বলায় একবার ক্ষেপে গিয়েছিলেন পেলে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৮ জানুয়ারি '𝐀𝐫𝐠𝐞𝐧𝐭𝐢𝐧𝐞 𝐓𝐨𝐩 𝐅𝐚𝐧' নামের একটি ফেসবুকে পেজে এমন একটি ফটোকার্ড পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "অন্যদিকে দাদুর নাতিরা জুলেরিমে ট্রফি বললে আমার উপ্রে ক্ষেপে যায়। এনটিভির লোগো ও পেলের ছবি যুক্ত ওই ফটোকার্ডে লেখা থাকতে দেখা যায়, ''জুলেরিমে ট্রফিকে ফিফা ওয়ার্ল্ডকাপ বলায় একবার ক্ষেপে গিয়েছিলেন পেলে"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আলোচ্য ফটোকার্ডটি এনটিভি অনলাইনের তৈরি করা নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন এনটিভির অনলাইন ভার্সনের সম্পাদক ফখরুদ্দিন জুয়েল। এছাড়াও গণমাধ্যমটি তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক পোস্টেও জানিয়েছে, এনটিভির লোগো ও ফরম্যাট ব্যবহার করে প্রচারিত ওই ফটোকার্ডটি এনটিভির তৈরি করা নয়।
সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজে আলোচ্য লেখা সম্বলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
আরো সার্চ করে এনটিভির ভেরিফাইড ফেসবুক পেজে আলোচ্য ফটোকার্ডটিকে 'মিথ্যা প্রচারণা' হিসেবে উল্লেখ করে প্রকাশিত আরেকটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে "জুলেরিমে ট্রফিকে ফিফা ওয়ার্ল্ডকাপ বলায় একবার ক্ষেপে গিয়েছিলেন পেলে" লেখা সম্বলিত আলোচ্য পোস্টারটি (ফটোকার্ডটি) তাদের বানানো নয় বলে উল্লেখ করা হয়েছে। এনটিভির ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এনটিভির ফেসবুক পোস্টটির প্রিভিউ দেখুন--
এদিকে, আলোচ্য ফটোকার্ডটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ফটোকার্ডটি তাদের বানানো কি না জানতে চাইলে এনটিভি অনলাইনের সম্পাদক ফখরুদ্দিন জুয়েলের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। এসময়, আলোচ্য ফটোকার্ডটি নকল এবং তাদের বানানো নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেন তিনি।
অর্থাৎ বেসরকারি সম্প্রচারমাধ্যম এনটিভির ফেসবুক পেজের ফটোকার্ড ফরম্যাট এডিট করে "জুলেরিমে ট্রফিকে ফিফা ওয়ার্ল্ডকাপ বলায় একবার ক্ষেপে গিয়েছিলেন পেলে" লিখে ভুয়া ফটোকার্ড তৈরি করে ফেসবুকে প্রচার করা হয়েছে।
সুতরাং, সামাজিক যোগাযোগ মাধ্যমে এনটিভির ফটোকার্ডকে এডিট করে পেলেকে নিয়ে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।