HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ইত্তেফাকের ফটোকার্ড বিভ্রান্তিকরভাবে ফেসবুকে প্রচার

প্রচারিত হওয়া ফটোকার্ডটি সংশোধিত বলে দৈনিক ইত্তেফাকের পক্ষ থেকে বুম বাংলাদেশকে জানানো হয়েছে।

By - Mamun Abdullah | 17 Nov 2023 11:37 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে ইত্তেফাকের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। ফটোকার্ডটিতে মার্কিন পররাষ্ট্র দফতরের সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেলের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, বিএনপির চলমান সহিংসতা গ্রহণযোগ্য নয়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ৭ নভেম্বর রাকিব হোসেন নামের একটি আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, “বিএনপির হরতাল-অবরোধে চলমান সহিংসতা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল। যুক্তরাষ্ট্র এসব ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।” নিচে স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে। ফটোকার্ডের অনুরূপ এমন কোনো মন্তব্য করেননি মার্কিন পররাষ্ট্র দফতরের সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেল। এছাড়া, আলোচ্য ফটোকার্ডটি দৈনিক ইত্তেফাক তাদের ফেসবুকে পেজে প্রথমে পোস্ট করলেও পরবর্তীতে সেটি সংশোধন করে নতুন ফটোকার্ড পোস্ট করেছে।

কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডের অনুরূপ ইত্তেফাকের অনলাইন এবং ভেরিফায়েড ফেসবুক পেজে কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। তবে ৭ নভেম্বর ইত্তেফাকের ওয়েবসাইটে "নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র" শিরোনামে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সহকারী প্রেস সচিব বেদান্ত প্যাটেলের সংবাদ সম্মেলন নিয়ে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, "আগামী জানুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের জন্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এটি আমরা করতে থাকব এবং আমরা যেকোনো সহিংসতার ঘটনাকে অনেক গুরুত্ব সহকারে নিচ্ছি।" স্ক্রিনশট দেখুন--


কি ওয়ার্ড সার্চ করে, ৬ নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেলের বক্তব্য নিয়ে ৭ নভেম্বর ইত্তেফাকের ভেরিফায়েড ফেসবুক পেজে "বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা গ্রহণযোগ্য নয়: যুক্তরাষ্ট্র" শিরোনামে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টটি দেখুন--

Full View


ফটোকার্ডটির উৎস:

কি ওয়ার্ড সার্চ করে দেখা যায়, গত ৭ নভেম্বর ১০টা ৩৬ মিনিটে একটি ফটোকার্ডটি পোস্ট করা হয়। কিন্তু পোস্টটির এডিট হিস্ট্রি চেক করে দেখা যায় এর প্রায় আধা ঘন্টা আগে ১০টা ৫ মিনিটে একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছিল, যা সরিয়ে নিয়ে নতুন একটি পোস্ট করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--


এ ব্যাপারে জানতে ইত্তেফাকের অনলাইন বিভাগের প্রধান শরাফাত হুসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বুম বাংলাদেশকে বলেন, আগের ফটোকার্ডটি অনিচ্ছাকৃতভাবে ভুল হয়েছিল, তাই তা সরিয়ে নতুন আরেকটি ফটোকার্ড যুক্ত করা হয়েছে। তবে আগের ফটোকার্ডটি বিভ্রান্তিকরভাবে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে বলেও জানান তিনি।

নিচে ইত্তেফাকের ফেসবুক পেজে প্রকাশিত সংশোধিত ফটোকার্ডটি (বামে) ও আগের ফটোকার্ডটি (ডানে) দেখুন পাশাপাশি--


অর্থাৎ আলোচ্য ছবিটি ইত্তেফাকের ফেসবুক পেজ থেকে সরিয়ে নিয়ে সংশোধিত ফটোকার্ড পোস্ট করা হয়েছে। তবে, পরবর্তীতে সংশোধিত নতুন ফটোকার্ড যুক্ত করা হলেও আগের ফটোকার্ডটিই ফেসবুকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।

সুতরাং বেদান্ত প্যাটেলের নামে বিএনপিকে নিয়ে ভিত্তিহীন মন্তব্য সম্বলিত ইত্তেফাকের একটি অনিচ্ছাকৃত ভুল হওয়া ফটোকার্ড (সংশোধন করে যা সরিয়ে নেয়া হয়েছে) প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories