সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের লোগো যুক্ত করে তৈরি একটি গ্রাফিক কার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে বেশ কয়েকজন সংসদ সদস্যদের নামের তালিকা দিয়ে দাবি করা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন না। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৪ অক্টোবর 'ঝিনাইদহ অনলাইন নিউজ পোর্টাল গ্রুপ, ঝিনাইদহ' গ্রুপ থেকে 'জয় বাংলা' নামের একটি আইডি থেকে পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়, "আওয়ামী লীগের মনোনয়ন হারাতে পারে যে সকল সংসদ সদস্য।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি এডিটেড। এ ধরণের কোনো ডিজিটাল কার্ড তৈরি বা প্রচার করেনি বলে নিশ্চিত করেছে, ডিবিসি নিউজ। এছাড়া, ফটোকার্ডে যুক্ত করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের এ সংক্রান্ত কোনো মন্তব্যও গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডের অনুরূপ খবর ডিবিসি নিউজের অনলাইন এবং ভেরিফায়েড ফেসবুক পেজে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, "ডিবিসি নিউজের লোগো ব্যবহার করে ভুয়া কার্ড প্রচার" শিরোনামে ডিবিসি টিভির অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, "ঝিনাইদহে ‘আওয়ামী লীগের মনোনয়ন হারাতে পারে যে সকল সংসদ সদস্য’ শিরোনামে ডিবিসি নিউজের লোগো সম্বলিত একটি কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ডিবিসি এ ধরণের কোনো কার্ড প্রকাশ করেনি। ভাইরাল হওয়া কার্ডটি ভুয়া।” স্ক্রিনশট দেখুন--
ফটোকার্ডটি ভুয়া এবং তাদের তৈরি নয় বলে ১৫ অক্টোবর ডিবিসি টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও নিশ্চিত করা হয়। নিচে পোস্টটি দেখুন--
এদিকে, ফটোকার্ডে "জনবিচ্ছিন্ন ও বিভিন্ন সমালোচনার মাধ্যমে তারা নিজ নির্বাচনী এলাকার জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়েছে। দল এসব আসনে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিবে।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের নামে প্রচার করা এমন মন্তব্য কি-ওয়ার্ড সার্চ করে কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ আলোচ্য ফটোকার্ডটি তৈরি বা প্রকাশ করেনি এবং ফটোকার্ডে প্রচার করা তথ্যটিও ভিত্তিহীন।
সুতরাং ডিবিসি নিউজের লোগো যুক্ত করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে।