সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে দৈনিক আজকের পত্রিকার লোগোযুক্ত একটি গ্রাফিক কার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে বিএনপি নেত্রী ও সাবেক এমপি রুমিন ফারহানার ছবি দিয়ে দাবি করা হচ্ছে, তিনি তীব্র মানসিক ডিপ্রেশনে আছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৭ নভেম্বর 'বিএনপি মিডিয়া সেল অফিশিয়াল' নামের একটি আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। ওই ছবিতে লেখা হয়, "সবাই দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য।" নিচে স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি ভুয়া। বিএনপি নেত্রী ও সাবেক এমপি রুমিন ফারহানার অসুস্থতা নিয়ে আজকের পত্রিকা কোনো ফটোকার্ড তৈরি বা প্রচার করেনি বলে নিশ্চিত করেছে পত্রিকাটি।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডের অনুরূপ আজকের পত্রিকার অনলাইন এবং ভেরিফায়েড ফেসবুক পেজে কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। এমনকি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও বিএনপি মিডিয়া সেলের পেজ এবং অন্য কোনো সংবাদ মাধ্যমেও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে ফটোকার্ডটি আজকের পত্রিকার নয় বলে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদপত্রটি। "রুমিন ফারহানাকে নিয়ে প্রচারিত ফটোকার্ডটি আজকের পত্রিকার নয়" শিরোনামের এক প্রতিবেদনে বলা হয়, "সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, ফটোকার্ডটির সঙ্গে আজকের পত্রিকার অনুসৃত ফটোকার্ড ডিজাইনের পার্থক্য রয়েছে। আজকের পত্রিকার ব্র্যান্ড কালারে মিল থাকলেও ফন্ট এবং ডিজাইনে মিল নেই।" স্ক্রিনশট দেখুন--
এদিকে, আলোচ্য ফটোকার্ডটি ভুয়া এবং তাদের তৈরি নয় বলে ২৯ অক্টোবর আজকের পত্রিকারর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও নিশ্চিত করা হয়। নিচে পোস্টটি দেখুন--
অর্থাৎ আজকের পত্রিকা এমন কোনো ফটোকার্ড তৈরি বা প্রকাশ করেনি।
সুতরাং আজকের পত্রিকার লোগো যুক্ত করে বিএনপি নেত্রী রুমিন ফারহানার নামে ভুয়া তথ্য দিয়ে বানানো ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।