সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের লোগো বসিয়ে একটি ফটোকার্ড তৈরি করে প্রচার করা হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে, সানি লিওনকে চরিত্রহীন বলেছেন বাংলাদেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৬ আগস্ট 'AID for MEN' নামের একটি ফেসবুক পেজে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের লোগোযুক্ত একটি গ্রাফিক ছবি পোস্ট করে লেখা হয়, "সানি লিওনকে চ''রি'ত্র''হী'ন বললেন জনৈক চরিত্রবান নারী! শুভ জন্মদিন, হে চরিত্রবান নারী! নারীবাদীদের গুরুমা"। ডিবিসির লোগো যুক্ত গ্রাফিক ছবিটিতে লেখা থাকতে দেখা যায়, "সানি লিওনকে চরিত্রহীন বললেন তসলিমা নাসরিন"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ওই পোস্টে দাবি করা হচ্ছে, নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন, বলিউড অভিনেত্রী সানি লিওনকে চরিত্রহীন বলেছেন এমন একটি খবর ও ফটোকার্ড ডিবিসি নিউজ প্রকাশ করেছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ফটোকার্ডটি ভিত্তিহীন। বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ আলোচ্য ফটোকার্ডটি প্রকাশ করেনি কিংবা এমন কোনো সংবাদ প্রকাশ করেনি বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছে।
কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের অনলাইন ভার্সনে গত ১৭ই জানুয়ারি "ফেসবুকে মৃত্যুর পোস্ট দিয়ে হাসপাতালে তসলিমা নাসরিন" শিরোনামে তসলিমা নাসরিনকে নিয়ে সর্বশেষ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তসলিমা নাসরিন। স্ক্রিনশট দেখুন--
তবে, তসলিমা নাসরিন সানি লিওনিকে চরিত্রহীন বলেছেন এমন কোনো সংবাদ কিংবা আলোচ্য পোস্টের মতো কোনো ফটোকার্ড চ্যানেলটির অনলাইন ভার্সন বা ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, তসলিমা নাসরিনের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক একাউন্ট ঘেঁটে এবং বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে তসলিমা নাসরিন সানি লিওনকে চরিত্রহীন বলেছেন এমন কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, আলোচ্য ফটোকার্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এটি ডিবিসি নিউজের বানানো কি না জানতে ডিবিসি নিউজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। এসময়ে চ্যানেলটির হেড অফ ডিজিটাল কামরুল ইসলাম রুবেল আলোচ্য গ্রাফিক ছবিটি ডিবিসি নিউজের বানানো বা প্রচারিত নয় বলে নিশ্চিত করেন।
সুতরাং টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের লোগোযুক্ত করে বানোয়াট একটি ফটোকার্ড বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।