সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে দুটি ছবির কোলাজ সহ অনলাইন পোর্টালের খবরের লিংক শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় পুত্র সন্তানের মা হয়েছেন। কোলাজ ছবিতে এক নবজাতক ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে পাশাপাশি দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৩ নভেম্বর 'সময়24 নিউজ ২৪ ঘন্টা' নামের একটি ফেসবুক গ্রুপে 'Daily News' নামের একটি পেজ থেকে অখ্যাত অনলাইন পোর্টালের একটি লিংক পোস্ট করে বলা হয়, "আবার ও পুত্র সন্তানের মা হলেন শ্রাবন্তী" স্ক্রিনশটে দেখুন -
হুবহু একই শিরোনামে প্রকাশিত অনলাইন পোর্টালের ওই খবরটির ডেটলাইনে প্রকাশের কোন সময় দেয়া হয়নি। ফলে ফেসবুকে পোস্ট করার দিনক্ষণ দেখে স্বাভাবিকভাবে খবরটি পাঠকের কাছে সাম্প্রতিক মনে হতে পারে। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আবারও পুত্র সন্তানের মা হওয়ার খবরটি ভিত্তিহীন।
খবরটির শিরোনামে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মা হওয়ার সংবাদ জানানো হলেও মূল খবরে এ রকম কোন তথ্য নেই। বরং খবরটির ভিতরে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে মামলার খবর দেয়া হয়েছে। অর্থাৎ শিরোনামের সাথে খবরের বিষয়বস্তু সামঞ্জস্যহীন।
নবজাতকের ছবিটির উৎস যাচাইয়ের জন্য রিভার্স ইমেজ সার্চ করলে, অভিনেত্রী শ্রাবন্তীর ইন্সটাগ্রাম একাউন্টেই ছবিটি খুঁজে পাওয়া যায়, চলতি বছরের ১ সেপ্টেম্বর আপলোড করা ছবিটির ক্যাপশনে লেখা, "It's a baby boy... very happy for you didi...love you"
এই সূত্রধরে সার্চ করার পর, গত ১০ সেপ্টেম্বর ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে "গণেশ চতুর্থীতেই শ্রাবন্তীর পরিবারে এল নতুন সদস্য, সুখবর দিলেন নায়িকা!" শিরোনামে নবজাতকের ছবি সহ প্রকাশিত খবর খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, "প্রায় ১৮ বছর পর শ্রাবন্তীর পরিবারে এল নতুন সদস্য। উচ্ছ্বাসে ভাসছেন টলি নায়িকা। মা হয়েছেন শ্রাবন্তীর দিদি স্মিতা ঘোষ চট্টোপাধ্যায়। বোনপোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শ্রাবন্তী। গত মাসেই মাসি হতে চলার খবর ফাঁস করছিলেন শ্রাবন্তী, আর গণেশ চতুর্থীর পুণ্য তিথিতেই স্মিতার কোল আলো করে এল ফুটফুটে পুত্র সন্তান।" খবরের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ বোন স্মিতা ঘোষ চট্টোপাধ্যায়ের সন্তানের ছবি দিয়ে অভিনেত্রী শ্রাবন্তীর মা হওয়ার বিভ্রান্তিকর খবর প্রচার করা হচ্ছে অনলাইন পোর্টালগুলোতে।