সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে পোস্ট করে বলা হচ্ছে, অভিনেত্রী আরোহী মিম মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১০ মার্চ 'Nila Aktar' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী আরোহি মিম"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। তাঁর মৃত্যুর সংবাদটি 'ভুয়া' বলে গণমাধ্যমকে অভিনেত্রী আরোহী মিম নিজেই নিশ্চিত করেছেন।
কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন ভার্সনে গত ১০ মার্চ "মৃত্যুর গুজবে বিব্রত অভিনেত্রী আরোহী মিম" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, সময় টিভিকে আরোহী মিম নিজেই জানিয়েছেন, তাঁর মৃত্যুর খবরটি ভুয়া। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে অনলাইন পোর্টাল বিজনেস জার্নাল এবং আপন দেশেও একই দাবিতে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এছাড়াও অভিনেত্রী আরোহী মিমের ফেসবুক প্রোফাইলে তাকে নিয়মিত সক্রিয় থাকতে দেখা গেছে।
অর্থাৎ অভিনেত্রী আরোহী মিমের মারা যাওয়ার তথ্যটি সঠিক নয়।
সুতরাং আরোহী মিমের মৃত্যুর ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।