HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মাওলানা মামুনুল হকের কারামুক্তির ভুয়া খবর সামাজিক মাধ্যমে

বুম বাংলাদেশ দেখেছে, ভিন্ন ঘটনার পুরোনো দুটি ভিডিও ফুটেজ যুক্ত করে মামুনুল হকের কারামুক্তির ভুয়া খবর প্রচার করা হচ্ছে।

By - Md Abdullah Khan | 28 March 2023 10:00 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মামুনুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ভিডিওটিতে মাওলানা মামুনুল হকের দুটি আলাদা লাইভ স্ট্রিমের অংশ যুক্ত করা হয়েছে। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২৭ মার্চ "জাতীয়তাবাদী মৎস্যজীবীদল সোনাগাজী উপজেলা" নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "এইমাত্র! মুক্তি পেয়ে লাইভে এসে যা বললো মামুনুল হক সাহেব | অবশেষে মুক্তি পেলেন"। স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। মাওলানা মামুনুল হকের কারামুক্তির তথ্যটি সঠিক নয় এবং আলোচ্য ভিডিওতে যুক্ত করা ফুটেজগুলো পুরোনো।

ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করার পর, আলোচ্য ভিডিওতে শুরু থেকে ২০ সেকেন্ড পর্যন্ত দেখতে পাওয়া অংশটি মাওলানা মামুনুল হকের অফিশিয়াল ফেসবুক পেজ 'মুহাম্মাদ মামুনুল হক Mamunul Haque'-এ খুঁজে পাওয়া যায়, যা ২০১৯ সালের ৫ ডিসেম্বর "আগামীকাল যুব মজলিসের সম্মেলনস্থল হতে সর্বশেষ পরিস্থিতি নিয়ে লাইভ বক্তব্য" ক্যাপশনে লাইভ করা হয়েছিল। ভিডিওটিতে তিনি বাংলাদেশ খেলাফত যুব মজলিস নামে একটি সংগঠনের ১০ বছরপূর্তি সম্মেলন সম্পর্কে কথা বলেন। দেখুন--  

Full View

আবার ত্রিশ সেকেন্ডের পর থেকে আলোচ্য ভিডিওটির বাকি অংশে যে লাইভটি দেখানো হয়েছে সেটিও পুরোনো। মূলত ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করার ঘটনায় স্থানীয় সরকার সমর্থকেরা মামুনুল হককে ঘেরাও-এর ঘটনার পর ফেসবুক লাইভে এসে মামুনুল হক ঐ বিষয়ে বিস্তারিত কথা বলেন। এসময় তার দুই ভাইও উপস্থিত ছিলেন। পরে মামুনুল হকের ফেসবুক একাউন্ট থেকে লাইভটি মুছে দেয়া হলেও একাধিক ফেসবুক একাউন্টে তা পোস্ট করা হয়েছিল। ঐ লাইভের একটি ফুটেজ দেখুন--



অর্থাৎ মুক্তির পর মামুনুল হক লাইভে এসেছেন বলে ছাড়ানো ভিডিওতে ব্যবহৃত দুটি ফুটেজই পুরোনো ঘটনার।

মাওলানা মামুনুল হকের মুক্তির খবরটি সঠিক নয়

কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনে "আলেমদের কারাবাস জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে বাধা: বিবৃতি" শিরোনামে গত ২৫ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা রফিকুল ইসলামসহ গ্রেফতারকৃত সব আলেমের নিঃশর্ত মুক্তির দাবি জানাতে দেখা যায় আলেমদের। এর আগে গত ৪ মার্চ পবিত্র রমজান মাস শুরুর আগেই মাওলানা মামুনুল হকসহ কারাগারে থাকা সব আলেমদের মুক্তি দেওয়ার আহ্বান জানায় বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া, এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাওলানা মামুনুল হকের মুক্তির কোনো সংবাদ প্রকাশিত হয়নি।

অর্থাৎ মাওলানা মামুনুল হকের কারামুক্তির খবরটি সঠিক নয়।

সুতরাং পুরোনো লাইভ ভিডিও প্রচার করে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হকের কারামুক্তির ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।

Related Stories