সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি থেকে পোস্ট করে বলা হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
২৮শে জুলাই "আলতাফ হোসেন" নামের একটি প্রোফাইল থেকে সকাল ১০.১২ মিনিটে পোস্ট করে লেখা হয় "বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন”। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মারা যাওয়ার খবরটি গুজব বলে জানিয়েছে গণমাধ্যম। আর তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল বলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন গণমাধ্যম 'রাইজিংবিডি'তে দুপুরে "মৃত্যুর খবরটি গুজব, ভালো আছেন মোশাররফ" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এর বরাতে বলা হয়, সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ভালো আছেন। দেখুন--
একই বিষয়ে একই তথ্য সহ "মৃত্যুর খবরটি গুজব, ভালো আছেন ড. মোশাররফ" শিরোনামে আজ 'দৈনিক ইনকিলাব' পত্রিকার অনলাইন সংস্করণেও প্রতিবেদন প্রকাশিত হয়।
এদিকে, সার্চ করে বিএনপির অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে আজ (২৮শে জুলাই) সকালে এ বিষয়ে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, "বিএনপির জাতীয় কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ আছেন, ভাল আছেন। কোন ধরনের গুজবে কান দেবেন না।" পোস্টে খন্দকার মোশাররফ হোসেনের চায়ের কাপ হাতে একটি ছবি পোস্ট করে বলা হয়, ছবিটি সিঙ্গাপুর সময় আজ সকাল ১০ টায় তোলা হয়েছে। পোস্টটি দেখুন--
অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের মৃত্যুর খবরটি ভিত্তিহীন।
সুতরাং ফেসবুকে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের মৃত্যুর ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।