HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

অ্যানিমেটেড ভিডিওকে মিশরের কায়রোর আকাশে অতিপ্রাকৃত দৃশ্য বলে দাবি

বুম বাংলাদেশ দেখেছে, শূন্যে ভাসমান বস্তুর ভিডিওটি বাস্তবিক নয় বরং CGI পদ্ধতিতে নির্মিত একটি অ্যানিমেশন ভিডিও।

By - Md Abdullah Khan | 2 Feb 2022 8:12 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, মিশরের কায়রো শহরের আকাশে দেখতে পাওয়া অতিপ্রাকৃত দৃশ্য এটি। ভিডিওটিতে শূন্যে ভাসমান অবয়ব দেখতে পাওয়া যায়, যা ক্রমশ আকাশের দিকে উঠে যাচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২৪ জানুয়ারি 'ইসলামী জীবন' নামের একটি ফেসবুক আইডি থেকে এমন একটি ভিডিওটি পোস্ট করে বর্ণনায় লেখা হয়েছে, "মিশরের কায়রো তে এমন দৃশ্য দেখে মানুষ অবাক 🤔 সুবহানআল্লাহ" পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোষ্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর দৃশ্য বাস্তবিক নয়। মূলত CGI পদ্ধতিতে নির্মিত ভিডিও এটি।

ভিডিওটির কি ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করলে, বার্তা সংস্থা এএফপি ফ্যাক্ট চেক-এর 'Video of 'sky creature over Yemen' was created by Brazilian special effects artist' শিরোনামে প্রকাশিত এই ভিডিও সংক্রান্ত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। যেখানে ভিডিওটিকে ব্রাজিলিয়ান শিল্পী Jessen Carlos কর্তৃক CGI পদ্ধতিতে নির্মিত আর্টওয়ার্ক হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ভিডিওটি ইয়েমেনের দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছিল। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

এর সূত্রধরে সার্চ করে বিস্তারিত অনুসন্ধানের মাধ্যমে, Jessen Carlos এর ইন্সটাগ্রাম একাউন্টে এ "Angel in the sky, art by Jesson Charles" ক্যাপশনে করা পোস্টে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা ২০১৯ সালের ২৭ জুলাই পোস্ট করা হয়েছে।

একই ইন্সটাগ্রাম একাউন্টে ২০১৯ সালের ১৭ ডিসেম্বরে করা একটি পোস্টে আলোচ্য ভিডিওটি নির্মাণের পদ্ধতি দেখিয়ে পোস্ট করা আরেকটি ভিডিও খুঁজে পাওয়া গেছে। দেখুন--

প্রসঙ্গত, ব্রাজিলিয়ান নাগরিক Jessen Carlos একজন CGI আর্টিস্ট। তার ইন্সটাগ্রামটিকটক আইডিতে CGI পদ্ধতিতে নির্মিত একাধিক ভিডিও পোস্ট করতে দেখা গেছে। CGI বা Computer-generated imagery হলো ত্রিমাত্রিক অ্যানিমেশন নির্মাণ পদ্ধতি। যা প্রায় বাস্তবের মত কিন্তু কৃত্রিম এমন ভিডিও নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

সুতরাং, CGI পদ্ধতিতে নির্মিত একটি ভিডিওকে মিশরের কায়রোতে ঘটা বাস্তব দৃশ্য দাবি করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories